কলকাতা: গতকাল বাংলার বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচিতে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৫ জন ভোটার। সেই ঘটনার প্রেক্ষিতে আগামী তিন দিনের জন্য সেখানে রাজনৈতিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তাৎপর্যপূর্ণ ভাবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি সেখানে যাবেন আজ। তবে তার আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রেক্ষিতে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে নির্বাচন কমিশনের নিন্দা করেছেন ভারতের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়।
টুইট করে অভিজিৎ বলেন, “কোচবিহারে রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর বেপরোয়া প্রচেষ্টা। বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারে যারা অত্যাচারিত তাদের কথা শোনার আগেই আটকানো হয়েছে তাঁকে। এত কিছু লুকানোর কী আছে?” প্রণব-পুত্রের এই টুইট কার্যত তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ এই মন্তব্য করে তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন এবং নির্বাচন কমিশন ও বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
What a shame ?
ECI bans entry of Political Leaders in Coochbehar ! This is a desperate attempt to stop @MamataOfficial to go & hear D plights of Victims who suffered the barbaric torture of joint ventured BJP-CAPF .
What’s there to hide ?? #WestBengalElections2021 #CoochBehar— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) April 10, 2021
নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল শীতলকুচিতে যা হয়েছে তা গণহত্যা। কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো ক্লিনচিট দিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আগামী তিন দিন বলা হচ্ছে কেউ সেখানে যেতে পারবেন না। মমতার দাবি, তথ্য লুকানোর জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে! এই কারণেই আগামী তিন দিন সেখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষিতে মমতার কথা, নির্বাচন কমিশন যা করছে তা নজিরবিহীন। এই প্রেক্ষিতে তাঁর দাবি, বিজেপিকে আশ্বস্ত করতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।