‘মূল থেকে তৃণে, একই কংগ্রেসে আছি’, তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য প্রণব-পুত্রের

‘মূল থেকে তৃণে, একই কংগ্রেসে আছি’, তৃণমূলে যোগ দিয়ে মন্তব্য প্রণব-পুত্রের

কলকাতা: ইঙ্গিত ছিলই৷ সেই মতোই সোমবার বিকেলে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷ সাংবাদিক বৈঠকে তাঁকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের হাতে দলের পতাকা তুলে দেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷  

আরও পড়ুন- শ্বশুরবাড়ির সামনে স্বামীর ধর্না! রাস্তায় গড়াল নব দম্পতির কীর্তি!

এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিলেন অভিজিৎবাবু৷ তাতে সম্মতি জানিয়েছেন দলনেত্রী৷ তাঁকে স্বাগত জানাতে দলের পক্ষ থেকে আজ তৃণমূল ভবনে উপস্থিত হয়েছে আমি ও সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ জঙ্গিপুরে কংগ্রেসের ২ বারের সাংসদ অভিজিৎবাবু৷ পশ্চিমবঙ্গ বিধানসভার নলহাটি থেকে একবার বিধায়কও হয়েছেন৷ আমরা তাঁকে সাদরে গ্রহণ করছি৷’’

পার্থবাবু আরও বলেন, প্রণব মুখোপাধ্যায় দেশে-বিদেশে একটি পরিচিত নাম৷ তিনি শুধু ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক৷ আপদে বিপদে যিনি আমাদের পরামর্শ দিতেন, তিনি প্রণব মুখোপাধ্যায়৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে তাঁর পুত্রকে সাদরে গ্রহণ করছি৷ তাঁর পারিবারিক অভিজ্ঞতা, রাজনৈতিক বিচক্ষণতা ভারতবর্ষকে বিজেপি মুক্ত করে সমাজকে ঐক্যবদ্ধ করবে বলেই আমরা আশাবাদী৷

আরও পড়ুন- তুষার মেহতার অপসারণের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি তৃণমূলের

অন্যদিকে, জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাসংদ তৃণমূলে যোগ দিয়েই কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক মুখোপাধ্যায়কে৷ ধন্যবাদ জানান পার্থবাবু ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও৷ তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য হিসাবে যোগদান করলাম৷ এক কংগ্রেস থেকে আরেক কংগ্রেসে এসেছি৷ ‘মূল’ থেকে ‘তৃণে’৷ কিন্তু কংগ্রেসেই আছি৷ ’’

তিনি আরও বলেন, ‘‘২০১১ সালে সরকারি চাকরি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলাম৷ সেই সময় বাম বিরোধী হাওয়ার কাণ্ডারী ছিলেন মমতা দি৷ ওঁনার কল্যাণেই ৪৪ বছর পর নলহাটিতে বামফ্রন্টকে হারিয়ে আমরা জিতে আসতে পেরেছিলাম৷ ওটা আমার কোনও ক্যালিবার নয়৷ সিপিএমের বিরুদ্ধে দিদি যে তুফান উঠিয়েছিলেন, আমি তাতে সামিল হয়েছিলাম৷ যাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি’কে রোখা সম্ভব হয়েছে, তাঁর নেতৃত্বে আগামী দিনে ভারতবর্ষেও বিজেপি’কে রোখা সম্ভব হবে৷ আমি অনুগত সৈনিক হিসাবেই তৃণমূলে যোগদান করলাম’’     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =