শিলিগুড়িতে মোদীর মঞ্চে থাকবেন অভিজিৎ, যাওয়ার আগে বললেন, রাষ্ট্রপতি শাসন চাই

শিলিগুড়িতে মোদীর মঞ্চে থাকবেন অভিজিৎ, যাওয়ার আগে বললেন, রাষ্ট্রপতি শাসন চাই

কলকাতা: শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকবেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, অর্থাৎ শনিবার বিকেলে শিলিগুড়ির জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী৷ সেই মঞ্চেই হাজির হবেন অভিজিৎ৷ এদিন সকালেই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই প্রথম সামনাসামনি সাক্ষাৎ করবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। স্বভাবতই শিলিগুড়ির সভা উত্তেজনা কাজ করছে তাঁর মধ্যে। অভিজিৎ বলেন, ‘‘আমি অভিভূত, শিহরিত৷ এই প্রথম ওঁকে এতটা কাছ থেকে দেখব।’’ মোদীর সঙ্গে কথা বলবেন? জবাবে অভিজিৎ বলেন, ‘‘অবশ্যই চেষ্টা করব। বিজেপি যে ভাবে আমাকে বুকে টেনে নিয়েছে, তাতে আমি সত্যিই অভিভূত।’’

 বাগডোগরায় নামার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘‘রাজ্যে অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে। এটা বেশি দিন ধরে চলতে পারে না। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া উচিত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *