মানহানিকর মন্তব্য, কমিশনের বিরুদ্ধে মামলা করতে হাই কোর্টে যাচ্ছেন অভিজিৎ

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুকথা’ বলার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন…

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুকথা’ বলার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তাঁর প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে আগামী ২৪ ঘন্টা কোনওরকম প্রচার কর্মসূচিতে অংশ নিতে পারবেন না কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি৷

 

নির্বাচন কমিশনের তরফে চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রচার করার সময় তাঁদের নীতি, কর্মসূচী, অতীতের কর্মকাণ্ড ইত্যাদির মধ্যেই সমালোচনাকে সীমাবদ্ধ রাখতে হবে। কোনও ভাবেই বিরোধী দলের নেতা বা নেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কুমন্তব্য করা চলবে না। সেই সঙ্গে কমিশেন এও জানায়, ভারতীয় সমাজে এবং সংবিধানে মহিলাদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তাঁদের সম্মানের চোখেই দেখা হয়। তাই এক জন মহিলার সম্মানরক্ষার্থে সর্বদাই সচেষ্ট রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত শব্দ বাংলার মর্যাদা ক্ষুণ্ণ করেছে, ভাবমূর্তিরও ক্ষতি করেছে।

 

কমিশনের এই মন্তব্যের বিরোধিতা করে বুধবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুর ৩টেয় হলফনামায় সই করতে হাই কোর্টে যাওয়ার কথা তাঁর৷

হলদিয়ার একটি সভা থেকে মুখ্যমন্ত্রীকে ‘নজিরবিহীন’ ভাষায় আক্রমণ শানিয়ে অভিজিৎ বলেছিলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত দামে বিক্রি হও? তৃণমূল বলছে, রেখা পাত্রকে কেনা হয়েছিল দু’হাজার টাকায়! তোমার হাতে কেউ ৮ লক্ষ টাকা গুঁজে দিলে চাকরি হয়, কেউ ১০ লক্ষ টাকা দিলে রেশন হাওয়া হয়ে যায়! তোমার দাম ১০ লক্ষ টাকা হবে কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করাও বলে? আর রেখা পাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে, আমাদের প্রার্থী৷ তাই তাঁকে ২০০০ টাকায় কেনা যায়!’’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *