‘মমতা না পারলে আমি দেখে নেব…’, তমলুকের ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তলমুক: তমলুকের রাধামণি মিনি মার্কেটে স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগ খতিয়ে দেখতেই শনিবার সন্ধ্যায় স্টল পরিদর্শনে যান তমলুকের বিজেপি সাংসদ…

তলমুক: তমলুকের রাধামণি মিনি মার্কেটে স্টল বিলি নিয়ে অস্বচ্ছতা অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেই অভিযোগ খতিয়ে দেখতেই শনিবার সন্ধ্যায় স্টল পরিদর্শনে যান তমলুকের বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলব, সরকারি জায়গার উপর ঘর বাড়ি ভাঙার কথা”৷

 

 

অভিযোগ, পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক একটি স্টল বিকোচ্ছে। একএক জন ছটি বা দশটি স্টল কিনে রেখে দিচ্ছে৷ অথচ যাঁরা রাধামণি মিনি মার্কেটে স্টল হওয়ার আগে থেকেই ব্যবসা করত, তাঁদের আশ্বাস্ত করার পরেও স্টল দেওয়া হচ্ছে না৷ অভিজিৎ বলেন, “বেশ কিছু দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁরা সাবধান৷ সব স্টল ভাঙবো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সরকারি জায়গার উপর ঘরবাড়ি তৈরি হলে তা ভেঙে দেওয়া হবে। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে বলবো আপনি যে ঘোষণা করেছেন সেটা করুন। যদি না হয় পরের ব্যবস্থা আমি দেখবো।”