ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ভয় পাই নাকি? ডায়মন্ড হারবার থেকে দাঁড়ালে লক্ষ লক্ষ ভোটে হারাব: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Diamond Harbor’s Election

কলকাতা: বিচারপতির আসন ছেড়ে সোজা রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আনুষ্ঠানিক ভাবে বিজেপি’তে যোগ দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷

তবে তার আগেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসকে৷ নাম না করে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে ‘তালপাতার সেপাই’ বলে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি৷ এদিন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার সাহস দেখাতে পারবেন? 

জবাবে সদ্য প্রাক্তন বিচারপতি বলেন, “আমাকে প্রার্থী করা হলে নিশ্চয় দাঁড়াব। আমি কি ভয় পাই নাকি? ডায়মন্ড হারবার থেকে লড়লে লক্ষ লক্ষ ভোটে হারাব৷ ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =