Aajbikel

মন্ত্রীর ইচ্ছাতেই দুই সংস্থার ডিরেক্টর পদে মা এবং স্ত্রী, ইডির সামনে বিস্ফোরক বালুর প্রাক্তন আপ্তসহায়ক

 | 
জ্যোতিপ্রিয়

কলকাতা: মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই সংস্থার ডিরেক্টর পদে বসানো হয়েছিল তাঁর মা এবং স্ত্রীকে৷ বোমা ফাটালেন মন্ত্রীর প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাস। তাঁর কথায়, মন্ত্রীর সংস্থায় ডিরেক্টর পদে দায়িত্ব সামলানোর জন্য ডাকা হয়েছিল তাঁর পরিবারের সদস্যদের৷ তিনি মন্ত্রীর সেই ‘অনুরোধ’ ফেলতে পারেননি। তবে তিনি নিজে জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক পদ থেকে সরে আসার সময় মা এবং স্ত্রীকেও সরিয়ে এনেছিলেন৷ এমনটাই জানিয়েছেন অভিজিৎ।

২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বালুর আপ্তসহায়ক হিসাবে নিযুক্ত ছিলেন অভিজিৎ দাস। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমার মা এবং স্ত্রীকে মন্ত্রীর সংস্থার ডিরেক্টর করা হয়েছিল। মন্ত্রী নির্দেশ যখন পালন, তো পালন করতেই হবে। কারণ, তাঁর অনুরোধও এক প্রকার নির্দেশই। আমি ইডিকে সবটাই জানিয়েছি। ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে জানি না। ২০১৪ সালেই আমার মা এবং স্ত্রী ওই সংস্থা ছেড়ে বেরিয়ে আসেন।’’

Around The Web

Trending News

You May like