তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্যে বিশেষ সমীক্ষা, বিশেষজ্ঞদের নেতৃত্ব দেবেন কে?

তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্যে বিশেষ সমীক্ষা, বিশেষজ্ঞদের নেতৃত্ব দেবেন কে?

939b14ccdc3d845128a886896ac628a0

কলকাতা: করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সরকার বিশেষজ্ঞদের দিয়ে একটি সমীক্ষা করার উদ্যোগ নিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা কোভিড মোকাবিলায় রাজ্যের আন্তর্জাতিক পরামর্শদাতা কমিটির প্রধান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই নিয়ে নতুন করে একটি সমীক্ষা শুরু করা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। 

‘‌ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অফ লিভার অ্যান্ড ডায়জেস্টিক সায়েন্সে’‌র যৌথ উদ্যোগে এই সমীক্ষায় তৃণমূল স্তরে কাজ করা স্বাস্থ্য কর্মী এবং আশা কর্মীদের শামিল করা হবে। সম্প্রতি এই বিষয় নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ন সড়ক নিগম এবং কভিড পরামর্শদাতা কমিটির সদস্যরা বৈঠক করেন। সেখানে স্থির হয়েছে আগামী দু সপ্তাহের মধ্যেই সমীক্ষা শুরু করা হবে। মূলত তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় রাজ্যে এ পর্যন্ত যে পরিকাঠামো তৈরি করা হয়েছে তার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে ওই সমীক্ষায়। তৃতীয় ঢেউয়ে শিশুরাও আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই কী ভাবে তা আটকাতে কার্যকরী ব্যবস্থা নেয়া হতে পারে পরিস্থিতি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা সে ব্যাপারে পরামর্শ দেবেন।

আরও পড়ুন- ফ্রন্টলাইন ওয়ার্কাররা ক্ষতিপূরণ পেল না কেন? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

সম্প্রতি, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য রাখেন। বলেন, তৃতীয় ঢেউ নিয়ে অযথা ভয় পেলে চলবে না, অসুস্থ বোধ করলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মানুষকে সচেতন করতে হবে। তিনি রাজ্যের প্রসঙ্গ তুলে বলেন, রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনও রয়েছে, গ্রামে গ্রামে আশা কর্মী, চিকিৎসকরা রয়েছেন। তাই সচেতন হলেই এই আশঙ্কা থেকে রক্ষা পাওয়া সম্ভব। যদিও, ‘প্রতিশ্রুতিমতো টিকার পরিমাণ জোগাতে পারছে না কেন্দ্র। পর্যাপ্ত টিকা নেই দেশে।’ এমন মন্তব্য করতে শোনা যায় নোবেল জয়ী বাঙালিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *