দেশের জিডিপি আরও খারাপ হতে পারে, প্রভাব রাজ্যেও! ব্যাখ্যা অভিজিতের

দেশের জিডিপি আরও খারাপ হতে পারে, প্রভাব রাজ্যেও! ব্যাখ্যা অভিজিতের

কলকাতা: কোভিডের আরও একটা ঢেউ এলে দেশের জিডিপি আরও নেমে যেতে পারে বলে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। আজ নবান্নে তিনি বলেন, রাজ্যের অর্থনীতি দেশের সঙ্গে জড়িত। রাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করেন। সুতরাং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে রাজ্যেও তার প্রভাব পড়বে বলে তিনি মন্তব্য করেছেন। দেশের সামগ্রিক অর্থনীতির উন্নতি না হওয়া পর্যন্ত রাজ্য একা এগোতে পারবে না বলেও তিনি জানান। করোনা মোকাবিলায় রাজ্যে অনেক কাজ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃতীয় ঢেউ নিয়ে অযথা ভয় পেলে চলবে না, অসুস্থ বোধ করলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মানুষকে সচেতন করতে হবে। তিনি রাজ্যের প্রসঙ্গ তুলে বলেন, রাজ্যে পর্যাপ্ত অক্সিজেনও রয়েছে, গ্রামে গ্রামে আশা কর্মী, চিকিৎসকরা রয়েছেন। তাই সচেতন হলেই এই আশঙ্কা থেকে রক্ষা পাওয়া সম্ভব। যদিও, ‘প্রতিশ্রুতিমতো টিকার পরিমাণ জোগাতে পারছে না কেন্দ্র। পর্যাপ্ত টিকা নেই দেশে।’ এমন মন্তব্য করতে শোনা যায় নোবেল জয়ী অর্থনীতিবিদ বাঙালিকে। অর্থাৎ তিনিও টিকা নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুললেন।  

আরও পড়ুন- পরিমণীর বাড়ি থেকে উদ্ধার বিদেশি মদ ও মাদক, ব়্যাবের আভিযানে আটক অভিনেত্রী

প্রসঙ্গত, আজ আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন ইস্যুতে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, বিজেপি শাসিত রাজ্য গুলি কে অনেক বেশি টিকা দেওয়া হচ্ছে বাংলার তুলনায়। এই রাজ্যের টিকাকরণের গতি ভালো কিন্তু পর্যাপ্ত ঠিকানা না থাকায় অনেক কম মানুষটিকে পাচ্ছে বলে দাবি করেছেন তিনি। এর পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, টিকার সমস্যা নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন তিনি কিন্তু আজ পর্যন্ত কোন জবাব মেলেনি। এদিকে উত্তর প্রদেশ থেকে শুরু করে গুজরাট এবং কর্নাটকের মত রাজ্যে বেশি ভ্যাকসিন দেওয়া হচ্ছে বাংলার তুলনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + twenty =