গুরুতর অসুস্থ নোবেলজয়ীর মা, হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী

গুরুতর অসুস্থ নোবেলজয়ীর মা, হাসপাতালে দেখে এলেন মুখ্যমন্ত্রী

b80b4bd49a46fb7d1ad3445aab1ab9a7

কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। শহরের এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি আছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। এদিকে বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চিকিৎসা কেমন চলছে, সেসব নিয়ে চিকিৎসকদের কাছ থেকে খোঁজ নেন। সূত্র মারফত জানা গিয়েছে, মাকে দেখতে আগামীকালই শহরে আসছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।   

নির্মলাদেবীর বয়স ৮৭ বছর। জানা গিয়েছে, এর আগে গত ২৬ অক্টোবর শ্বাসকষ্টের সমস্যার জন্য একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসার পর ২৯ তারিখে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে কয়েকদিন সম্পূর্ণ সুস্থ থাকার পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। আচমকাই এই অবনতি বলে জানানো হয়েছে। তাঁকে দেখতে যাওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলে যেন তাঁর জন্য প্রার্থনা করেন, এই আর্জি জানিয়েছেন। 

প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমেরিকা থাকেন। তাঁকে বঙ্গবিভূষণ সম্মানেও ভূষিত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। অভিজিৎ সেই সময়ও দেশের বাইরে থাকায় তাঁর মা নির্মলার হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *