আলাদা দল করছেন, ‘সংখ্যালঘু মহাজোট’-এর ডাক আব্বাস সিদ্দিকির

জানিয়েছেন তিনি পৃথক রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন, নির্বাচন কমিশনের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও চলছে। এই প্রেক্ষিতে তিনি সংখ্যালঘু মহাজোটের ডাক দিয়েছেন।

94488cd971a2c08bb194c1e7d69a9b37

কলকাতা: কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। বঙ্গ সফরে এসে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন তিনি। ঘোষণা করেন জোট করে বাংলায় নির্বাচনে লড়বেন তারা। এরপর এই আরো বড় জল্পনা উস্কে দিয়েছেন আব্বাস সিদ্দিকি নিজে। জানিয়েছেন তিনি পৃথক রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন, নির্বাচন কমিশনের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও চলছে। এই প্রেক্ষিতে তিনি সংখ্যালঘু মহাজোটের ডাক দিয়েছেন।

আব্বাসের কথায় আভাস মিলেছে, বাম এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে জোট প্রসঙ্গে আলোচনা হয়েছে তার। তাই আগামী বিধানসভা নির্বাচনে জোট হিসেবে লড়তে দেখা যেতে পারে তাদের। যদি সত্যিই এই জোট হয় তাহলে বাংলার প্রত্যেকটি বিধানসভা আসনের প্রার্থী দেবে তারা। যদিও আব্বাস চাইছেন, বেশি মুসলিম ভোট থাকা কেন্দ্রগুলিতে প্রার্থী দিতে। তবে যদি মহাজোট সম্ভব হয়, তাহলে বাংলার প্রত্যেকটি বিধানসভা আসনের প্রার্থী দেবে সিদ্দিকীর দল। তিনি আরো জানিয়েছেন, এই সংখ্যালঘু মহাজোটে থাকবে কমপক্ষে ১০ টি সংগঠন। যার অন্যতম নেতা মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। 

নতুন দলের কথা বলতে গিয়ে আব্বাস জানিয়েছেন, আগামী ১০ জানুয়ারি তার নতুন দল আত্মপ্রকাশ করতে পারে, এরপর এই বাংলায় সংখ্যালঘু মহাজোটের দিকে পদক্ষেপ নেবেন তিনি। মূলত সংখ্যালঘু ভোট নিজেদের দখলে নেওয়ার পদক্ষেপ তাদের। এক্ষেত্রে যদি আব্বাস সিদ্দিকী এবং আসাউদ্দিন ওয়াইসির জোট গঠন করতে সক্ষম হয় তাহলে সেটা বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষে অবশ্যই চিন্তার কারণ হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই একাধিকবার আসাউদ্দিন ওয়াইসির দলকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তাই সংখ্যালঘু ঘটে যদি দখল করার চেষ্টা করে তারা তাহলে সেটা যে পরোক্ষে বিজেপির দিকে যাবে না সে ব্যাপারে নিশ্চয়তা নেই তৃণমূল কংগ্রেসের কাছে। যাই হয়ে যাক, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই সংখ্যালঘু মহাজোট যে একটা বড় রকম ফ্যাক্টর হতে চলেছে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *