আমাদের গরু পর্যন্ত বলে দিয়েছে! মমতার ওপর ব্যাপক ক্ষুব্ধ আব্বাস

আমাদের গরু পর্যন্ত বলে দিয়েছে! মমতার ওপর ব্যাপক ক্ষুব্ধ আব্বাস

নন্দীগ্রাম: ‘যে গরু দুধ দেয় তার লাথ খাওয়া ভালো’। সংখ্যালঘুদের তোষণ প্রসঙ্গে এমন মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার তাকে জাগানো আক্রমণ করলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী তথা বামফ্রন্ট এবং কংগ্রেসের অন্যতম সঙ্গী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সুপ্রিমো। নন্দীগ্রামে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির সমর্থনের সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করেন আব্বাস। 

পীরজাদা বক্তব্য, মুসলিম তোষণের নামে বাংলায় বিভাজনের রাজনীতি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকে মমতা একের পর একটা মিথ্যে কথা বলে গেছেন বলে এদিন দাবি করেছেন তিনি। তাঁর কথায়, সব সময় মুসলিম করতে করতে হিন্দুদের মনে ক্ষোভ সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী ক্ষেত্রে মুসলিমদের গরু পর্যন্ত বলতে ছাড়েননি তিনি। একই সঙ্গে আব্বাস সিদ্দিকী বলছেন, মাসে আড়াই হাজার টাকা ভাতা না দিয়ে চাকরি দেওয়ার জন্য কাজ করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাহলে বছরে ভাতার প্রেক্ষিতে ৩০,০০০ টাকা না পেয়ে সেই মাইনের চাকরি করতে পারত বাংলার ছেলেমেয়েরা। এর পাশাপাশি ভারতীয় জনতা পার্টি কেউ আক্রমণ করতে ছাড়েননি তিনি। বলেছেন তৃণমূল কংগ্রেসের কারখানাতেই তৈরি হয়েছে বিজেপি। তাই বিজেপিকে সরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরাতেই হবে।

আরও পড়ুন-  শত্রুকে হুঁশিয়ারি, সন্ত্রাসদমনে বাংলাদেশকে ঐক্যের বার্তা নমোর

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিয়ে আব্বাস আরো বলেন, কোন রকমের তোষণ চাই না, গোলাম বানিয়ে রাখবে এমন সরকারও চাই না। তারা চান বাংলায় এমন সরকার আসুক যে অধিকারের কথা বলবে। আব্বাস মনে করিয়ে দেন, ৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকতে দেয়নি বামফ্রন্ট সরকার। তাই পরবর্তী ক্ষেত্রেও যাতে বিজেপি এই রাজ্যে ঢোকার সুযোগ না পায় সেই কারণেই সংযুক্ত মোর্চাকে জেতাতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seventeen =