‘বিজেপিকে বাংলায় এনেছে তৃণমূল’, মিমের সঙ্গে তাঁর বোঝাপড়া নিশ্চিত করলেন আব্বাস সিদ্দিকি

‘বিজেপিকে বাংলায় এনেছে তৃণমূল’, মিমের সঙ্গে তাঁর বোঝাপড়া নিশ্চিত করলেন আব্বাস সিদ্দিকি

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার ফুরফুরা শরিফে এসে পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে দেখা করে গেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি৷ গতকালই তিনি জানিয়ে দেন আব্বাস সিদ্দিকির নেতৃত্বেই বাংলায় লড়বে মিম৷ আজ সেই কথা পরিস্কার করলেন আব্বাস সিদ্দিকি স্বয়ং৷ জানালেন, সব ধর্মের মানুষ কে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে লড়তে চলেছে আব্বাস সিদ্দিকীর দল। বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন নারায়ণ পুর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে পরিস্কার করলো।এই দিন এক ধর্মীয় অনুষ্ঠানে এসে পীরজাদা আব্বাস সিদ্দিকী জানান, ওয়েইসি জানিয়েছেন বাংলা নিয়ে আব্বাসের কথাই হবে শেষ কথা৷ 

একইসঙ্গে মিমকে বিজেপির বি-টিম বলে আগেও কটাক্ষ করেছে তৃণমূল৷ সোমবার সেই প্রসঙ্গে নিজের মতামত দেন সিদ্দিকি৷ বলেন, কেউ যদি একথা বলে থাকেন তাহলে তা হিংসার বশবর্তী হয়ে বলছে৷ এমনকি তাঁর মতে, শাসক দলের সব কাজকর্মের মধ্য দিয়ে আব্বাসের মনে হয়েছে বিজেপি কে এই রাজ্যে এনেছে তৃণমূলই৷ এপ্রসঙ্গে, বিজেপির সঙ্গে জোট থাকাকালীন মমতার রেলমন্ত্রী হওয়ার প্রসঙ্গও তোলেন তিনি৷

একইসঙ্গে আব্বাস সিদ্দিকি বলেন, আরও একটি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি৷ সেটা হয়ে গেলে খুব শীঘ্রই নিজের দল ঘোষণা করে দেবেন তিনি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 6 =