মাতৃভূমিকে রক্ত দিয়ে স্বাধীন করব, বিজেপির বি-টিম মমতাকে উৎখাত করব: আব্বাস

মাতৃভূমিকে রক্ত দিয়ে স্বাধীন করব, বিজেপির বি-টিম মমতাকে উৎখাত করব: আব্বাস

0447d7dc2ef6dbdda2f930a517734260

কলকাতা: জোট দলগুলির এই প্রথম এত বড় ব্রিগেড সমাবেশ। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যত প্রথম জনসমাবেশে বক্তব্য রাখলেন দলের সুপ্রিমো পীরজাদা আব্বাস সিদ্দিকী। প্রথমবার বক্তব্য রেখে তিনি একইসঙ্গে আক্রমণ করলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে। বক্তব্য রেখে বললেন, আগামী দিনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলেও স্বাধীন করতে হবে। বিজেপির বি টিম মমতাকে উৎখাত করতে হবে। একই সঙ্গে আসন ভাগ নিয়ে দলগুলোর মধ্যে যে সমঝোতা হয়েছে তার প্রশংসা করেন তিনি।

জনসভায় আগত সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে এদিন আব্বাস বললেন, অতীতে যা হয়েছে সব ভুলে গিয়ে, যে যা বলেছেন সব ভুলে গিয়ে, আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং বামফ্রন্টের শরিক দলের সকলকে ভোট দিতে হবে। রক্ত দিয়ে হলেও মাতৃভূমিকে স্বাধীন করার ডাক দিলেন তিনি, একইসঙ্গে বিজেপির বি টিম তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার বার্তা দিলেন আব্বাস সিদ্দিকী। তিনি আরো বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশকর্মী থেকে শুরু করে শিক্ষক এবং শিক্ষিকারা আজ সবাই অত্যাচারিত। তাঁর দাদাগিরির বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না শুধু বাঘের বাচ্চা (পড়ুন আব্বাস সিদ্দিকী) কথা বলতে পারে। তাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শূন্য করে দেখাতে হবে বলে হুংকার দেন তিনি। পাশাপাশি সকলকে মনে করিয়ে দেন, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। 

উল্লেখ্য এদিন ব্রিগেড সমাবেশের শুরুতে বিমান বসু মন্তব্য করেন, এর আগে এই ধরনের ব্রিগেড সমাবেশ কখনো দেখা যায়নি। এটি একটি ঐতিহাসিক ব্রিগেড তাতে কোন সন্দেহ নেই। এত মানুষ এসেছেন যে কোনো ফাঁকা জায়গা নেই। সূর্যকান্ত বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ চালু করলেন দিদিকে বলো, কিন্তু বলে বলে হয়রান হয়ে গিয়েছে মানুষ। ওদিকে দুয়ারে সরকার প্রসঙ্গে তিনি বলেন, একবার বলতে বলছে, একবার চলতে বলছে, তারপরে বলছে সমাধানের কথা। সূর্যের কটাক্ষ, দলের এমন সমাধান তিনি করেছেন যে পুরো দলটাই বিজেপি হয়ে গেছে! অধীর বলেন, বাংলায় একটা প্রবাদ আছে, সকাল দেখলে বোঝা যায় বাকি দিন কেমন যাবে। সেই প্রেক্ষিতেই আজ স্পষ্ট, এই সবাই দেখলে বোঝা যাচ্ছে আগামী দিনে তৃণমূল এবং বিজেপির মত অপশক্তি পরাজিত হবে। এই প্রেক্ষিতে অধীরের স্লোগান, এখনো সরকার বদলানো বাকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *