কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি যে ‘সংখ্যালঘু মহাজোট’ চাইছেন তা আগেই জানিয়ে দিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। সেই প্রেক্ষিতেই জানিয়েছিলেন তিনি নতুন দল গঠন করবেন খুব তাড়াতাড়ি। অবশেষে সেই নতুন দলের নাম ঘোষণা হয়ে গেল আজ। আব্বাস সিদ্দিকী তাঁর নতুন দলের নাম দিলেন ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট’। এই দলের কার্যকরী কমিটির চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এবং দলের সভাপতি শিমুল সরেন।
কিছু সপ্তাহ আগেই মিমের সুপ্রিমো আসাউদ্দিন ওয়েসির সঙ্গে কলকাতায় বৈঠক সেরেছেন আব্বাস সিদ্দিকী। তারপর থেকে বাংলার রাজনৈতিক মহলের আবহ কিছুটা হলেও পাল্টেছে। অন্যদিকে সংখ্যালঘু মহাজোট গঠনের কথা বলে বাংলার বিধানসভা নির্বাচনের উত্তাপ আরো বাড়িয়ে দিয়েছিলেন আব্বাস। একই সঙ্গে জানিয়েছিলেন, তৃণমূল এবং বিজেপিকে রাজ্যে কোন দল তার সঙ্গে জোটে আসতে পারে। এবার নতুন দলের নাম ঘোষণা করে সেই সংখ্যালঘু মহাজোটের দিকে একধাপ এগিয়ে গেলেন ফুরফুরা শরীফের পীরজাদা। গতকাল সাংবাদিক বৈঠক করে তিনি সরাসরি আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দাবি করেছিলেন, এইবারের বিধানসভা নির্বাচনে তিনি যেখানেই প্রার্থী হন সেখানেই হারবেন! এই মন্তব্যের পর কার্যত বিস্ফোরণ ঘটে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার তিনি তাঁর নতুন দল গঠন করে বিধানসভা নির্বাচনে কিভাবে হাওয়া ঘোরাতে পারেন তা দেখার জন্য কিছু সময়ের অপেক্ষা করতে হবে।
এদিন নিজের নতুন দল ঘোষণা করে আব্বাস সিদ্দিকী দাবি করেছেন, তিনি দল গঠন করেছেন আদিবাসী, তপশিলি এবং নিম্নবর্গের হিন্দুদের উন্নয়ন ঘটানোর জন্য। সংবিধানের যে ধারণা তা এখন ধূলিসাৎ হতে বসেছে বলে অভিযোগ করেন তিনি। সেই কারণেই নিম্নবর্গীয় মানুষের উন্নয়নের স্বার্থে এই দল গঠন বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। একইসঙ্গে আহ্বান জানিয়েছেন, যারা ধর্মনিরপেক্ষতার হয়ে লড়াইয়ে শামিল হতে চান তারা তাঁর দলের সঙ্গে জোটে আসতেই পারেন। গতকাল তিনি আরও জানিয়েছিলেন, তিনি এবারের ভোট প্রার্থী হবেন না৷ কারণ ‘কিংমেকার’ হতে চান।