আনন্দের মাঝে বিষণ্ণতার সুর, গঙ্গার ঘাটে শুরু বিসর্জন পর্ব, প্রস্তুত রিভার ট্রাফিক পুলিশ

আনন্দের মাঝে বিষণ্ণতার সুর, গঙ্গার ঘাটে শুরু বিসর্জন পর্ব, প্রস্তুত রিভার ট্রাফিক পুলিশ

কলকাতা:  বেজে গিয়েছে বিসর্জনের বাজনা৷ এবার উমার ঘরে ফেরার পালা৷ তাই আনন্দ-উচ্ছ্বাসের মাঝেই বিষণ্ণতার সুর। ফের বছরভর অপেক্ষা৷ মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে বরণ৷ কোথাও চলছে ঢাকের তালে তালে নাচ-সিঁদুর খেলা৷ অন্যদিকে কলকাতা পুরসভা, কলকাতা রিভার ট্রাফিক পুলিশ, এবং কলকাতা পুলিশের তরফে বিসর্জনের সমস্ত আয়োজন করা হয়েছে। বাবুঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব৷ 

আরও পড়ুন- জাতপাতের ভেদাভেদ ভুলে আব্দুল শেখের গড়ে দেওয়া মন্দিরে পূজিত হলেন মা

সকাল থেকে এখনও পর্যন্ত একটি প্রতিমা বিসর্জন হয়েছে৷ বিসর্জনের পর কাঠামো যাতে ভেসে যেতে না পারে, সঙ্গে সঙ্গে যাতে তা তুলে আনা যায় সেই ব্যবস্থা রাখা হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী গঙ্গার ঘাটে ক্রেনের বন্দোবস্ত রেখেছে৷ ক্রেনের সাহায্যেই কাঠামো তুলে আনা হবে৷ কোনও বিপদ ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে রিভার ট্রাফিক পুলিশ তাঁদের পেট্রোলিং ভেসেল প্রস্তুত রেখেছে৷ অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিও প্রস্তুত রাখা হয়েছে৷ পাশাপাশি কোন পথ দিয়ে বিসর্জনের শোভাযাত্রা আসবে তার নির্দিষ্ট রুট করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে৷

প্রতিবারের মতো এবারও ইডেন গার্ডেনের সামনে থেকে ব্যারিকেড থাকছে৷ সেখান থেকে শুধুমাত্র বিসর্জনের গাড়িগুলিকেই বাবুঘাটের দিকে আসতে দেওয়া হবে৷ আবার হেস্টিংয়ের দিক থেকে যে গাড়িগুলি পৌঁছবে সেখানেও ব্যারিকেড থাকবে৷  সেখান থেকেই প্রতিমা বিসর্জনের গাড়িগুলিকেই ভিতরে আসতে দেওয়া হবে৷ তবে যে পথে গাড়িগুলি আসবে সেই পথে ফিরবে না৷ স্ট্র্যান্ড রোড দিয়ে সোজা চলে যাবে হাইকোর্টের দিকে৷ বিকেল চারটের পর থেকে এই ব্যবস্থা লাগু করা হবে৷ ঘাট লাগোয়া অংশে অন্যান্য যানবাহন নিষিদ্ধ করে দেওয়া হবে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 20 =