কলকাতা: কৃষ্ণনগরের সভারকারি সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় রাজ্য সরকার এক টাকাও খরচ করবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রকে চিঠি দিয়ে সরকারি ভাবে প্রকল্প থেকে সরে দাঁড়ানোর বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যসচিব মলয়কুমার দে৷ চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় জন্য ৪০ শতাংশ টাকা খরচ করতে পারবে না রাজ্য সরকার৷
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়া হবে৷ এতে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার৷ এই প্রকল্পে ৬০ শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্রের৷ বাকিটা দেবে রাজ্য৷ কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যের থেকে সমস্ত টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র৷ অথচ যৌথভাবে করা প্রকল্পগুলিকে কেবলমাত্র নিজেদের নামেই প্রচার করে চলেছে৷আমরা এই প্রকল্প রাজ্য থেকে তুলে দিচ্ছি৷’’ তিনি অভিযোগ করে বলেন, ‘‘সরকারি কর্মসূচীগুলিকে দলীয় প্রচারের জন্য খোলাখুিল ব্যবহার করছে বিজেপি৷ পোস্ট অফিস থেকে রাজ্যের চিঠি পাঠাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে৷ এটা মেনে নেওয়া যায় না৷’’ ইতিমধ্যেই বহরমপুর সদর পোষ্ট অফিসে এসে পৌঁছালো আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার কার্ড৷ শুরু হয়েছে বাড়ি বাড়ি বিতরনের কাজ৷ প্রাথমিক ভাবে বিপিএল তালিকা ভুক্ত ব্যক্তিরা এই সুযোগ পাচ্ছেন৷
আয়ুষ্মান ভারত যোজনা কী? আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়া হবে। এতে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। একবার চালু হলে এটাই হবে পৃথিবীর সর্ববৃহত স্বাস্থ্য বীমা প্রকল্প। এর মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে খরচে কোনও টাকা দিতে হবে না। সরকারি হাসপাতালে তো বটেই, বেসরকারি হাসপাতালেও এই সুবিধা পাওয়া যাবে। হাসপাতালে ভর্তির আগের ও পরের খরচও এতে ধরা থাকবে। আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি এই প্রকল্পের সুবিধা পাবেন। তাদের আলাদা ডেটাবেস তৈরি হবে। প্রায় ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষ এই সুবিধা পাবেন। প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা যাচাই করতে হলে https://abnhpm.gov.in ওয়েবসাইটে লগ ইন করে তথ্য সংগ্রহ করতে হবে। কারা যোগ্য তার তালিকা ডাউনলোড করতে হবে। লোকেশন সিলেক্ট করতে হবে। তারপর লিস্ট ডাউনলোড করতে হবে।