হিরণের ডিগ্রি ভুয়ো! কমিশনে আপ, IIT-র নথি দেখিয়ে পাল্টা আদালতে যাওয়ার হুমকি পদ্মপ্রার্থীর

কলকাতা: ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়ো’৷ এই অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি (আপ)। বিজেপি প্রার্থী হিরণের…

কলকাতা: ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়ো’৷ এই অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি (আপ)। বিজেপি প্রার্থী হিরণের প্রার্থিপদ বাতিলের আবেদনও জানিয়েছে তারা৷

উল্লেখ্য হিরণ তাঁর হলফনামায় জানিয়েছিলেন, তিনি খড়্গপুর আইআইটি থেকে গবেষণা করছেন। কিন্তু, আপের দাবি, এই তথ্য ভুল৷ ঘাটালের পদ্মপ্রার্থী আদৌ  আইআইটি থেকে গবেষণা করছেন না। তথ্য জানার অধিকার আইন বা আরটিআই-এর মাধ্যমে খড়্গপুর আইআইটির তরফে এই তথ্য তাদের হাতে এসেছে বলেও দাবি আপ-এর। হিরণ সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁর পিএইচডি করা হয়ে গিয়েছে। এখন খড়্গপুর আইআইটি থেকে ‘পোস্ট পিএইচডি’ করছেন৷  কী ভাবে আইআইটি ভুল তথ্য দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গোটা ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ তাঁর। লোকসভা নির্বাচন মিটলেই তিনি খড়্গপুর আইআইটির বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *