হরিশ্চন্দ্রপুর: দুয়ারে সরকার কর্মসূচির ছায়া এবার আধার কার্ডেও ভিড়েও৷ ব্যাঙ্কে নতুন আধার কার্ড করাতে এসে হুলুস্থুল কান্ড। প্রচন্ড ভিড়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর এসবিআই শাখায়। ভিড় দেখে ব্যাঙ্কের দরজা খোলেননি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। খবর পেয়ে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে, যাদের আধার কার্ড নেই এবং আধার কার্ড সংশোধন করার প্রয়োজন রয়েছে তাঁদের জন্য আজ ২৬ অগাস্ট দিনটি আগে থেকেই নির্ধারিত করেছিল মালদহের হরিশ্চন্দ্রপুরের এসবিআই শাখা। সকাল ১০ টা থেকে ২০০ ফর্ম ইসু করার কথা ছিল। কিন্তু সকাল থেকে গ্ৰাহকদের ভিড় জমতে শুরু করে। ভিড় বাড়তে থাকায় চরম বিশৃংখলা শুরু হয়ে যায়। যা দেখে ব্যাঙ্কের দরজা খোলেননি ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
যার জেরে ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তারই জেরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আধার কার্ড করাতে আসা বাসিন্দারা৷ তাঁদের কথায়, ব্যাঙ্কের দুরদর্শিতার অভাবেই এমন ঘটনা ঘটল৷ ব্যাঙ্ক মাত্র একটি দিন ঠিক করার জন্যই এই বিপত্তি তৈরি হয়েছে বলেও জানাচ্ছেন তাঁরা৷ যার জেরে এখনও ব্যাঙ্কের সামনে মোতায়েন রয়েছে পুলিশ।
আপাতত আধার কার্ডের ফর্ম দেওয়া বন্ধ রাখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। যদিও ব্যাঙ্ক মানেজার কুন্দন কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছে এত ভিড় হবে ভাবতে পারেনি। তাই ব্যাঙ্কের দরজা তাঁরা খোলেনিনি। ফলে ফের কবে গ্রাহকদের আসতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা৷ এদিকে গ্রাহকদের বিক্ষোভ ক্রমেই বাড়তে থাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে ব্যাঙ্কের সামনে৷