আধার কার্ডের ভুল সংশোধন করতে চান? কোথায়, কীভাবে করাবেন, পড়ুন বিস্তারিত

আধার কার্ডের ভুল সংশোধন করতে চান? কোথায়, কীভাবে করাবেন, পড়ুন বিস্তারিত

কলকাতা: করোনার কারণে গত মার্চ মাস থেকে গোটা দেশেজুড়ে বন্ধ হয়ে গিয়েছিল আধার কার্ড সংক্রান্ত পরিষেবা দেওয়ার কাজ৷ দীর্ঘ লকডাউন, আনলক-৪ পর্বে দাঁড়িয়েও সংক্রমণ এখনও ঠেকানো না গেলেও নির্বাচন থেতে ধর্মকর্ম, অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা ধীরে ধীরে শুরু হয়েছে৷ সংক্রমণের আশঙ্কা সত্ত্বেও একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে গোটা দেশে৷ এবার আনলক-৪ পর্বের শেষলগ্নে চালু হল নতুন করে আধার কার্ড তৈরি ও সংশোধনের কাজ৷

তবে, রাজ্যে এই পরিষেবা চালু হয়ে গেলেও আগের মতো হাট করে দরজা খোলা রেখা হচ্ছে না৷ থাকছে বিধিনিষেধ৷ করোনা বিধি মাথায় রেখে দূরত্ব বজায় রেখেই আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে৷ শুধুমাত্র আধার সেবা কেন্দ্র ও ডাকঘরে এই কাজের অনুমতি দেওয়া হয়েছে৷ ১ হাজার ১১৬টি ডাকঘরে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে৷ ব্যাঙ্ক ও বিএসএনএল এবং কমন সার্ভিস সেন্টারগুলি অবশ্য আধার সংক্রান্ত পরিষেবার অনুমতি এখনও আসেনি৷

করোনার কারণে বাংলায় আধার সংক্রান্ত পরিষেবা বন্ধ করে দেয় সরকার৷ নতুন করে আধার কার্ডের জন্য আবেদন নেওয়া থেকে কার্ড করানো বা ডেলিভারি, সমস্ত কিছুই বন্ধ ছিল৷ আধার সংক্রান্ত তথ্য পরিবর্তনের কাজও গিয়েছিল থমকে৷ অবশেষে তা শুরু হল৷

জানা গিয়েছে, ইউনিক আইডেন্টিটি অথরিটি অব ইন্ডিয়ার অধীনে থাকা আধার সেবা কেন্দ্রগুলিতে এই পরিষেবা পাবেন উপভোক্তরা৷ পাশাপাশি ডাকঘরগুলিতে আধার পরিষেবা আগে মতো পাওয়া যাবে৷  আধার সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে ব্যাঙ্কগুলিও৷ আধার সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে কয়েকটি কমন সার্ভিস সেন্টার৷ সেখানে আধার কার্ডে নাম তোলা থেকে জন্মতারিখ, ঠিকানা, ই-মেল পরিবর্তনের মতো পরিষেবা পাওয়া যেত এতদিন৷ কমন সার্ভিস সেন্টারগুলি কেন্দ্রীয় সরকারের নির্দেশে কাজ করে থাকে৷ সেখানে এই পরিষেবা চালু হচ্ছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + three =