আধার কার্ডের ভুল সংশোধন করতে চান? সুখবর দিচ্ছে রাজ্যে! শুরু হচ্ছে পরিষেবা

আধার কার্ডের ভুল সংশোধন করতে চান? সুখবর দিচ্ছে রাজ্যে! শুরু হচ্ছে পরিষেবা

কলকাতা: করোনা আবহে ফের আধার পরিষেবা চালু হচ্ছে বাংলায়৷ তবে, আপাতত তা আধার সেবাকেন্দ্র ও ভারতীয় ডাক বিভাগে মিলবে পরিষেবা৷ শুক্রবার থেকে ১১১৬টি ডাকঘরে এই পরিষেবা চালু হচ্ছে৷ বাকি যে সমস্ত কেন্দ্রে এতদিন আধার পরিষেবা দেওয়া হত, সেখানে এখনই ফের পরিষেবা চালু হওয়ার সরকারি নির্দেশিকা এখনও আসেনি৷

করোনার সংক্রমণ রুখতে এরাজ্যে আধার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ গত মার্চ থেকে বন্ধ পরিষেবা৷ নতুন আধার কার্ডের জন্য আবেদন নেওয়া থেকে শুরু করে কার্ড করানো বা তার ডেলিভারি এখন বন্ধ রয়েছে৷ শুক্রবার থেকে তা ফের চালু হচ্ছে৷

আগামী বছর নির্বাচন৷ তার আগে সাধারণ জনতাকে আধার সংক্রান্ত কোনও তথ্যের পরিবর্তন সংক্রান্ত কাজে সমস্যা না হয়, তা নিশ্চিত করতে ফের পরিষেবা চালুর সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷ ইতিমধ্যেই দীর্ঘ লকডাউন কাটিয়ে দেশেজুড়ে শুরু হয়েছে আনলক পর্ব৷ আনলক পর্বে এতদিন আধার পরিষেবা শুরু করার অনুমতি ছিল না৷ অবশেষে সেই পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সূত্রের খবর, এবিষয়ে নবান্ন থেকে ইতিমধ্যেই জেলাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে৷ ইউনিক আইডেন্টিটি অথরিটি অব ইন্ডিয়ার অধীন আধার সেবা কেন্দ্র ও ডাকঘরে এই পরিষেবা মিলবে৷ ভারতীয় ডাক বিভাগে চলতি সপ্তাহ থেকেই এই পরিষেবা চালু হচ্ছে৷

আধার সংক্রান্ত পরিষেবা দিয়ে থাকে ব্যাঙ্কগুলিও৷ ব্যাঙ্কের কয়েকটি শাখা এই পরিষেবা পাওয়া গেলেও এতদিন সরকারিভাবে কোনও নির্দেশ না থাকায় পরিষেবা চালু হয়নি৷ আধার পরিষেবা চালু থাকে কমন সার্ভিস সেন্টারগুলির নির্দিষ্ট কয়েকটিতে৷ সেখানে আধারের ক্ষেত্রে নাম, জন্মতারিখ, ঠিকানা, ই-মেল পরিবর্তনের মতো কয়েকটি পরিষেবা পাওয়া যায়৷

যদিও পরিষেবা চালুর নির্দেশ ঘিরে কর্মীরা আতঙ্কে ভুগছেন৷ যাঁরা পরিষেরা দিয়ে থাকেন, তাঁদের অনেকেরই বক্তব্য, করোনা এখনও বিদায় নেয়নি৷ ফলে, এখনই পরিষেবা চালু হলে সংক্রমণ আরও বেড়ে যেতে পারে৷ কেননা, পরিষেবা দিতে গেলে বহু মানুষের কাছাকাছি আসতে হবে তাঁদের৷ দূরত্ব রাখাও অসম্ভব৷ চোখের ছবি,  আঙুলের ছাপ নেওয়ার মতো কাজে দূরত্ব বিধি মানা সম্ভব নয়৷ যন্ত্রগুলিতেও বারবার স্যানিটাইজ করাও কঠিন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =