বাংলায় আসছে ৭০৫ কোম্পানি আধাসেনা, প্রথম দফার ভোটে কড়া কমিশন!

বাংলায় আসছে ৭০৫ কোম্পানি আধাসেনা, প্রথম দফার ভোটে কড়া কমিশন!

কলকাতা:  দুয়ারে নির্বাচন৷ তুঙ্গে প্রস্তুতি৷ চলছে ভোটপ্রার্থীদের প্রচার৷ কে বেশি জনদরদি, তা প্রমাণে এতটুকু ফাঁক রাখতে নারাজ শাসক-বিরোধী শিবির৷ একদিকে উন্নয়ন, অন্যদিকে কেলেঙ্কারিকে হাতিয়ার করে চলছে ভোট যুদ্ধের প্রস্তুতি৷ শেষ মুহূর্তের প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছে নির্বাচন৷ বাংলায় শান্তিপূর্ণ ভোট কারাতে আসছে মোট ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷

জানা গিয়েছে,  প্রথম দফা নির্বাচনের আগে রাজ্যে আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে৷ আগামী ২৭ মার্চ ৫ জেলার ৩০ আসনে নির্বাচন৷ সুষ্ঠু ও অবাধ করতে মোট ৭০৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে বলে মুখ্য নির্বাচনি আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷ পাঁচ কোম্পানি বাহিনী রিজার্ভে রাখা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷ বর্তমানে রাজ্যে ৪৯৫ কোম্পানি বাহিনী রয়েছে৷ প্রথম দফায় মোট ১০ হাজার ২৮৮টি বুথের সবকটিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে৷ রাজ্যে আসতে চলেছে ৫০ জন পুলিশ পর্যবেক্ষক৷ ২০৯জন সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন৷ 

রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মোট ২২২টি মনোনয়ন পত্রের মধ্যে ১৩টি বাতিল হয়েছে৷ গতকাল জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হয়৷ রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানিয়েছেন, পদ্ধতিগত ত্রুটির কারণে ওই মনোনয়নপত্রগুলি বাতিল করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে ২৭ মার্চ প্রথম দফার ভোট গ্রহণ৷ ভোট হবে ৩০টি আসনে৷ পাঁচটি জেলায় রয়েছে প্রথম দফার নির্বাচন৷ ভোট হবে পুরুলিয়া, বাঁকুড়া-১, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর-১এ৷ অর্থাৎ এবারের এই ৩০ কেন্দ্রে গড়ে ৭ জন প্রার্থী ভোটে দাঁড়াতে পারেন৷ তবে, এখনও মনোনয়ন তুলে নেওয়ার সময় রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =