রাস্তায় পড়ে তিন মাসের শিশুভ্রণ, কুঁড়ে খেল পিঁপড়ে

রাস্তায় পড়ে তিন মাসের শিশুভ্রণ, কুঁড়ে খেল পিঁপড়ে

কোলাঘাট: রাস্তায় পড়ে রয়েছে পলিব্যাগে মোড়া তিন মাসের শিশুভ্রূণ। কুড়ে খাচ্ছে পিঁপড়ে। চরম অমানবিক ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর এলাকায়। ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। পাশেই রয়েছে একটি বেসরকারি নাসিংহোম। ওই নার্সিংহোমে বিরুদ্ধে বেআইনি কাজকর্মের অভিযোগ তুলেছেন এলাকার বাসিন্দারা। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন নার্সিংহোম কর্তৃপক্ষ।

এলাকার স্থানীয় বাসিন্দা সুজাতা দাস বলেন,  “রাস্তার উপর পলিব্যাগ মোড়া একটি শিশুভ্রুণ দেখতে পাই। পাশের বেসরকারি নার্সিংহোমের চিকিৎসককে জানালেও কোন গুরুত্ব দেয়নি। এরকম ঘটনার গ্রামে এই প্রথম। আমরা বিচার চাই। পাশেই নার্সিংহোম থাকার জন্যই এরকম ঘটনা ঘটছে৷’’ নার্সিংহোমে এক চিকিৎসক বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে নার্সিংহোম কোনভাবেই যুক্ত নয়। আপনারা নার্সিংহোমে ভেতরে এসেছেন কেন। আমি একজন চিকিৎসক হিসেবে বলতে পারি এটা সম্পূর্ণ বেআইনি। রাস্তায় ফেলে যাওয়া সম্পূর্ণ বেআইনি। যিনি এই কাজ করেছেন, খুবই অন্যায় কাজ করেছেন। পুলিশ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখবেন৷’’

কোলাঘাট থানার পুলিশ আধিকারিক বলেন, “রাস্তার শিশুভ্রুণ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 9 =