মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষী, বাড়ছে মমতার নিরাপত্তা

 গুলি লেগেছিল দীনেশের গালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অস্ত্রপচার করা হয়েছে। গুলি বের করা হয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

কলকাতা: বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আচমকাই গুলির আওয়াজে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের কিয়স্ক থেকে ওই গুলির আওয়াজ আসে৷ কর্তব্যরত অন্যান্য নিরাপত্তা রক্ষীরা দেখতে পান, দীনেশ কর্মকার নামে তাঁদেরই এক সহকর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন৷ দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

পুুলিশ সূত্রে খবর, বুধবার নাইট ডিউটি ছিল দীনেশ কর্মকার নামে ওই নিরাপত্তা রক্ষীর৷ সকালে শিফট পরিবর্তনের সময় হঠাৎ এই ঘটনা ঘটে৷ গুলি লেগেছিল তাঁর গালে৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর অস্ত্রপচার করা হয়েছে৷ গুলি বের করা হয়েছে৷ তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল৷

কীভাবে সাতসকালে ওই ঘটনা ঘটল তা স্পষ্টভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অসতর্কতাবশত ওই গুলি চলেছে৷ নিয়ম অনুযায়ী কিয়স্কে নিরাপত্তারক্ষীদের ডিউটির শিফট পরিবর্তনের সময় বন্দুক থেকে ম্যাগাজিন বের করে তবেই পরবর্তী শিফটের দায়িত্বে থাকা সহকর্মীর হাতে তুলে দিতে হয় বন্দুকটি৷ এই সময় কোনোভাবে অসতর্কতাবশত নিজের বন্দুক থেকে গুলি ছিটকে এসে আহত হন দীনেশ, এমনটাই মনে করছে পুলিশ৷ যদিও এটি 'অ্যাক্সিডেন্টাল ফায়ার' না এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ সেইসময় দায়িত্বরত অন্যান্য নিরাপত্তা রক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করছেন ঘটনার তদন্তকারী আধিকারিকরা৷ এই ঘটনার পর সকাল থেকেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =