কলকাতা: বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আচমকাই গুলির আওয়াজে উত্তেজনা ছড়ায় এলাকায়৷ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের কিয়স্ক থেকে ওই গুলির আওয়াজ আসে৷ কর্তব্যরত অন্যান্য নিরাপত্তা রক্ষীরা দেখতে পান, দীনেশ কর্মকার নামে তাঁদেরই এক সহকর্মী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন৷ দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
পুুলিশ সূত্রে খবর, বুধবার নাইট ডিউটি ছিল দীনেশ কর্মকার নামে ওই নিরাপত্তা রক্ষীর৷ সকালে শিফট পরিবর্তনের সময় হঠাৎ এই ঘটনা ঘটে৷ গুলি লেগেছিল তাঁর গালে৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর অস্ত্রপচার করা হয়েছে৷ গুলি বের করা হয়েছে৷ তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল৷
কীভাবে সাতসকালে ওই ঘটনা ঘটল তা স্পষ্টভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, অসতর্কতাবশত ওই গুলি চলেছে৷ নিয়ম অনুযায়ী কিয়স্কে নিরাপত্তারক্ষীদের ডিউটির শিফট পরিবর্তনের সময় বন্দুক থেকে ম্যাগাজিন বের করে তবেই পরবর্তী শিফটের দায়িত্বে থাকা সহকর্মীর হাতে তুলে দিতে হয় বন্দুকটি৷ এই সময় কোনোভাবে অসতর্কতাবশত নিজের বন্দুক থেকে গুলি ছিটকে এসে আহত হন দীনেশ, এমনটাই মনে করছে পুলিশ৷ যদিও এটি 'অ্যাক্সিডেন্টাল ফায়ার' না এর পেছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে৷ সেইসময় দায়িত্বরত অন্যান্য নিরাপত্তা রক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করছেন ঘটনার তদন্তকারী আধিকারিকরা৷ এই ঘটনার পর সকাল থেকেই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির সামনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে৷ -ফাইল ছবি৷