কলকাতা: করোনা ভাইরাসের জেরে পাঁচ মাসের বেশি স্কুল বন্ধ। তাই এবার শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদন প্রকাশ করেছে৷
নিউজ ১৮ বাংলা নামের একটি টেলিভিশন চ্যানেল প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, করোনার জেরে গত মার্চ থেকে রাজ্যের স্কুলগুলি বন্ধ। প্রায় চারমাস পঠন পাঠন বন্ধ রয়েছে। যার ফলে পড়ুয়ারা সমস্যায় পড়েছেন। সব থেকে বেশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ুয়ারা সমস্যায় পড়ছে বলে রিপোর্টে জানানো হয়েছে। ফলে উচ্চ শিক্ষায় এর ব্যাপক প্রভাব পড়তে পারে। পরিস্থিতি সব দিক বিচার বিবেচনা করে শিক্ষাবর্ষ পিছিয়ে দেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, স্কুল শিক্ষা দফতরের তরফে আধিকারিকরা ভাবনা চিন্তা করছে বলে জানা গিয়েছে।
কেন্দ্র সরকারের তরফে প্রাথমিক পর্যায়ে জানানো হয়েছিল, সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে স্কুল খোলা হবে। তবে তা চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যসরকার নেবে বলে জানা গিয়েছে। তবে রাজ্যসরকারের তরফে স্কুল খোলার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ আনলক-৪ পর্বে স্কুল-কলেজ খুলছে না বলে খবর পাওয়া গিয়েছে৷ কেননা, যে হারে দেশের সঙ্গে রাজ্যের করোনা সংক্রমণ বাড়ছে, তাতে রাজ্য কোনওভাবেই স্কুল খোলার পক্ষে মত দেবে না, তা বলার অপেক্ষা রাখে না৷ অক্টোবরে পরিস্থিতি কী হবে, তা এখনই বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে স্কুলের শিক্ষাবর্ষ পিছিয়ে দিতে পারে রাজ্য সরকার ভাবছে বলে ওই টেলিভিশন চ্যানেলের রিপোর্টে দাবি করা হয়েছে।