স্বাস্থ্য ভবন অভিযান! সিবিআই দফতরের সামনে থেকে মিছিল শুরু চিকিৎসকদের

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে পুলিশের হাত থেকে আরজি কর-কাণ্ডের তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। বুধবার সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েতের সিদ্ধান্ত নেন ডাক্তারি পড়ুয়ারা৷ সকাল ১১টা…

dr protest

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে পুলিশের হাত থেকে আরজি কর-কাণ্ডের তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। বুধবার সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েতের সিদ্ধান্ত নেন ডাক্তারি পড়ুয়ারা৷ সকাল ১১টা থেকেই সিজিও-র সামনে ভিড় জমাতে শুরু করেন তাঁরা৷ এখান থেকে মিছিল যাবে স্বাস্থ্য ভবনে৷ ইতিমধ্যেই ছাত্রদের মিছিল শুরু হয়ে গিয়েছে৷ বিকাশ ভবন পেরিয়ে স্বাস্ব্য ভবনের দিকে এগিয়ে চলেছে তাঁরা৷

তাঁদের  অভিযোগ, তদন্তে কোনও গতি নেই৷ ঘটনার পর এতগুলো দিন কেটে গিয়েছে। তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা জানাতে হবে৷ আন্দোলনকারীদের হাতে রয়েছে পোস্টার-ব্যানার৷ তাতে লেখা ‘বিচার চাই’৷ সকলেরই মুখে স্লোগান। আন্দোলনকারীদের হাতে দেখা গেল  ‘নিখোঁজ অধ্যক্ষ’ লেখা পোস্টারও৷ অভিযোগ, সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার পর আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের করা হয়েছে সুহৃতা পালকে৷ কিন্তু আজ পর্যন্ত তাঁকে কলেজে দেখা যায়নি৷