মহাকরণের মধ্যে আচমকা চলল গুলি, মৃত পুলিশকর্মী

মহাকরণের মধ্যে আচমকা চলল গুলি, মৃত পুলিশকর্মী

 

কলকাতা: আচমকা ঐতিহ্য প্রাচীন রাইটার্স বিল্ডিংয়ের মধ্যে চলল গুলি৷ গুলিবিদ্ধ হয়ে মৃত পুলিশকর্মী৷ দুর্ঘটনা নাকি আত্মহত্যা, এখনও জানা সম্ভব না হলেও আতঙ্ক ছড়িয়েছে রাইটার্স বিল্ডিংয়ের অন্দরে৷

জানা গিয়েছে, আজ দুপুরে রাইটার্স বিল্ডিংয়ের প্রেস কন্যারে অদূরে হঠাৎ গুলির শব্দ শুনতে পান কর্মীরা৷ ছ’নম্বর গেটের কাছে গুলির শব্দ শুনে চমকে ওঠেন রাইটার্স বিল্ডিং নিরাপত্তার দায়িত্বে থাকা বাকি পুলিশকর্মীরাও৷ পরে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন এক পুলিশকর্মী৷ থুতনির নিচে দিয়ে গুলি মাথা ভেদ করে বেরিয়ে যায়৷ রক্তে ভেসে যায় গোটা চত্বর৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী৷ অ্যাম্বুলেন্স আনিয়ে মৃত ওই পুলিশ কর্মীর দেহ উদ্ধার করে করা হয়৷ পুলিশ সূত্রে খবর, ওই পুলিশ কর্মীর নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চলে৷

গোটা ঘটনা খতিয়ে দেখতে রাইটার্স বিল্ডিংয়ের ছ’নম্বর গেটে পৌঁছান কলকাতা পুলিশের পদস্থ কর্তারা৷ কিন্তু ঠিক কী কারণে এই ঘটনা? আত্মহত্যা, না কি দুর্ঘটনা? এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি৷  প্রেস কনফারেন্স অদূরে চেয়ারের পাশে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় ওই পুলিশকর্মীকে৷ পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

পুলিশ সূত্রে খবর, মৃত কনস্টেবলের নাম বিশ্বজিৎ কারক৷ ৩৬ বছর বয়স৷ পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দা ছিলেন৷ কলকাতা পুলিশের ৬ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল বিশ্বজিৎ রায়৷ ২০১০ সালে তিনি কাজে যোগ দিয়েছেন৷ কোনও অবসাদ ছিল কি না, সেখান থেকে এই ধরনের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷ প্রয়োজনে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে৷ তবে, পুলিশের অনুমান, সার্ভিস রিভলবার থেকে নিজেই গুলি চালিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *