আরও দু’টি ট্রেনকে এলএইচবি রেক দিয়ে চালানো শুরু করল পূর্ব রেল। তারা জানিয়েছে, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেসে বৃহস্পতিবার থেকে এই অত্যাধুনিক কোচের ব্যবহার শুরু হয়েছে। তার মধ্যে শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসের দু’টি রেকের মধ্যে একটি রেককে চিরাচরিত রেকের পরিবর্তে এলএইচবি রেকে বদল করা হয়েছিল আগেই। এদিন বাকি রেকটিও বদলে দেওয়া হল। রেলকর্তাদের বক্তব্য, চিরাচরিত রেকের পরিবর্তে এলএইচবি রেকে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা দুই-ই বেশি থাকে। এই রেক ব্যবহার করে ট্রেনের গতি ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাড়ানো সম্ভব। এই ধরনের কোচে বিদ্যুৎ সাশ্রয়ও হয়।
পূর্ব রেলের দুই ট্রেনে অত্যাধুনিক রেক
আরও দু’টি ট্রেনকে এলএইচবি রেক দিয়ে চালানো শুরু করল পূর্ব রেল। তারা জানিয়েছে, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেসে বৃহস্পতিবার থেকে এই অত্যাধুনিক কোচের ব্যবহার শুরু হয়েছে। তার মধ্যে শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেসের দু’টি রেকের মধ্যে একটি রেককে চিরাচরিত রেকের পরিবর্তে এলএইচবি রেকে বদল করা হয়েছিল আগেই। এদিন বাকি রেকটিও বদলে দেওয়া