রাজভবনের দুয়ারে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

রাজভবনের দুয়ারে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

কলকাতা:  দুপুর থেকে বিকেল, টানা বৃৃষ্টিতে জল থই থই কলকাতা৷ লাগাতার বৃষ্টি, অসাবধানতার জেরে এবার প্রাণ হারালেন পথচারী৷ রাজভবনের সামনে বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃত্যু হল এক অফিস যাত্রীর৷ মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি৷

জানা গিয়েছে, অফিস থেকে ফেরার সময় রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক ব্যক্তির৷ মঙ্গলবার দুপুর থেকেই মুষলধারে বৃষ্টিতে ভেসেছে শহর কলকাতা৷ বিকেলে সেই জল ঠেলেই বাড়ি ফিরছিলেন অফিস ফেরত ব্যক্তি৷ রাজভবনের সামনে থাকা ল্যাম্পপোস্ট ছুঁতেই বিপত্তি৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় পড়ে যান তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ জলে দেহ ভাসতে দেখে উদ্যোগী হয় প্রশাসন৷ দেহ উদ্ধার করা হয়৷ বিদ্যুত দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 17 =