অধীরের হাত শক্ত করে কংগ্রেস নাম লেখালেন এক বিধায়ক

কলকাতা: ফের স্বমহিমায় ধরা দিলেন মুর্শিদাবাদের বেতাজ বাদশা অধির চৌধিরী৷ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের খয় রুখে আরও এক বিধায়ককে দলে টানলেন মুর্শিদাবাদের রবিন হুড৷ আজ, মঙ্গলবার কংগ্রেসের শক্তি বাড়িয়ে দলবদল করলেন জঙ্গিপুরের দুবারের আরএসপি বিধায়ক আবু হাসনাত৷ এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসে যোগদান করলেন জঙ্গিপুরের দুবারের আরএসপি বিধায়ক তথা দীর্ঘদিনের বাম নেতা আবু

অধীরের হাত শক্ত করে কংগ্রেস নাম লেখালেন এক বিধায়ক

কলকাতা: ফের স্বমহিমায় ধরা দিলেন মুর্শিদাবাদের বেতাজ বাদশা অধির চৌধিরী৷ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের খয় রুখে আরও এক বিধায়ককে দলে টানলেন মুর্শিদাবাদের রবিন হুড৷ আজ, মঙ্গলবার কংগ্রেসের শক্তি বাড়িয়ে দলবদল করলেন জঙ্গিপুরের দুবারের আরএসপি বিধায়ক আবু হাসনাত৷

এদিন দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসে যোগদান করলেন জঙ্গিপুরের দুবারের আরএসপি বিধায়ক তথা দীর্ঘদিনের বাম নেতা আবু হাসনাত সহ কয়েকশো বাম কর্মী সমর্থক৷ দলবদলের অনুষ্ঠানমঞ্চ থেকে অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্য, ‘‘আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের অবস্থা শোলে সিনেমার মতো হবে৷ এই জেলায় তৃণমূলকে দিনের বেলায় হ্যারিকেন নিয়ে খুঁজতে হবে৷’’

প্রদেশ কংগ্রেস সভাপতির গদি হারিয়েছেন৷ রাজনীতির ময়দানে চুপ ছিলেন বেশ কিছুদিন৷ কিন্তু লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন প্রদেশ সভাপতির হাত ধরেই কী উলটপুরাণ হতে চলেছে বঙ্গ কংগ্রেসে? আপাতত অধীররঞ্জন চৌধুরীকে ঘিরে এমনই আলোচনা শুরু করেছে রাজনৈতিক মহলে৷ গত ১৩ ডিসেম্বর অধীরের নেতৃত্বেই মুর্শিদাবাদে ভাঙন ধরে তৃণমূল ও সিপিএমে৷ যে মুর্শিদাবাদ থেকে এই লোকসভা নির্বাচনে জোড়াফুল ফোটাতে বদ্ধপরিকর জেলার তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী৷ এবার তাঁকে বেগ দিয়েই তৃণমূল ছেড়ে কংগ্রসে আগেই যোগ দিয়েছেন ৪ হাজার কর্মী৷ নেপথ্যে সেই অধীর চৌধুরী৷ এরপরেই তৃণমূলকে উৎখাতের ডাক দেন তিনি৷ এবার বাম বিধায়ককে দলে নেটে ভোটের মুখে বেশ আত্মবিশ্বাসী অধীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =