চোর সন্দেহে ইঞ্জিনিয়ারিংপড়ুয়াকে ‘হেনস্থা’! যাদবপুরের মেন হস্টেলের ছাত্রকে ভর্তি করানো হল হাসপাতালে

কলকাতা: ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ আবারও মেন হস্টেলে এক ছাত্রের উপর নির্যাতনের অভিযোগ উঠল। অসুস্থ অবস্থায় এই ছাত্রটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর…

কলকাতা: ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ আবারও মেন হস্টেলে এক ছাত্রের উপর নির্যাতনের অভিযোগ উঠল। অসুস্থ অবস্থায় এই ছাত্রটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

হস্টেলের মেডিক্যাল সুপারিন্টেডেন্ট মিতালী দেব জানান, বুধবার রাতে হোস্টেলে অষান্তির খবর পেয়েই তাঁরা সেখানে পৌঁছান৷ সেখানে গিয়ে দেখেন একটি ছাত্রকে ঘিরে ধরে রেখেছেন অন্য ছাত্ররা। প্রচণ্ড চিৎকার চ্যাঁচামেচি চলছে। ‘হেনস্থা’র জেরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন৷ ওই ছাত্রের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছিল। হস্টেলের ঘরে তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে বাকিরা৷ মিতালি জানান, ওই ছাত্রটিকে দেখেই তাঁরা বুঝতে পারেন, তিনি অসুস্থ হয়ে পড়ছেন। তিনি বলেন, “আমরা তখনই অ্যাম্বুল্যান্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যাই। ওর প্যানিক অ্যাটাক হয়েছিল। এখন সুস্থ রয়েছে।’’