নয়াদিল্লি: হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যু ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ বাংলার রাজনৈতিক উত্তেজনা এক ধাক্কায় পৌঁছে গিয়েছে দিল্লি দরবারে৷ বাদ যায়নি রাষ্ট্রপতি ভবনও৷ হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যু-রহস্যকে কেন্দ্র করে রাষ্ট্রপতির দরবারে পৌঁছে গেল তৃণমূল ও বিজেপি দুই শিবির৷ বিজেপির প্রতিনিধিদলের পর আজ তৃণমূলের তরফে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
হেমতাবাদে বিধায়কের মৃত্যু ঘিরে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতি ভবনে গিয়ে তা পৌঁছে দিয়ে এসেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷ রাষ্ট্রপতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কোন পরিস্থিতিতে হেমতাবাদে বিধায়কের মৃত্যু হয়েছে৷ আপাতত তা আত্মহত্যা বলে মনে করা হচ্ছে৷ এই বিষয়ে তদন্ত করছে সিবিআই৷
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপি সমস্ত অভিযোগ খারিজ করে পাল্টা যুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠিতে বিজেপির অভিযোগ প্রসঙ্গে তুলে যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জানানো হয়েছে, বিজেপির অভিযোগের কোনও ভিত্তি নেই৷ বিধায়ক মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে সিআইডি৷ এখনও পর্যন্ত পুলিশের কাছে যে তথ্য-প্রমাণ এসেছে তা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে৷ কোন পরিস্থিতিতে বিজেপি বিধায়কের মৃত্যু হয়েছে তা উল্লেখ করা হয়েছে চিঠিতে৷
A delegation of All India Trinamool Congress (TMC), comprising Derek O'Brien, called on President Ram Nath Kovind today, & handed over a letter to him from West Bengal CM, over the incident where body of BJP MLA Debendra Nath Ray was found hanging in Bindal near his village home. pic.twitter.com/Vr1t86s4gC
— ANI (@ANI) July 15, 2020