বিধায়ক মৃত্যু: বিজেপির অভিযোগ উড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর

বিধায়ক মৃত্যু: বিজেপির অভিযোগ উড়িয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর

2f0edec6715c0637440ce2a5841c10f4

নয়াদিল্লি: হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যু ঘিরে ফের শুরু হয়েছে রাজনৈতিক চর্চা৷ বাংলার রাজনৈতিক উত্তেজনা এক ধাক্কায় পৌঁছে গিয়েছে দিল্লি দরবারে৷ বাদ যায়নি রাষ্ট্রপতি ভবনও৷ হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যু-রহস্যকে কেন্দ্র করে রাষ্ট্রপতির দরবারে পৌঁছে গেল তৃণমূল ও বিজেপি দুই শিবির৷ বিজেপির প্রতিনিধিদলের পর আজ তৃণমূলের তরফে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

হেমতাবাদে বিধায়কের মৃত্যু ঘিরে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতি ভবনে গিয়ে তা পৌঁছে দিয়ে এসেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন৷ রাষ্ট্রপতিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কোন পরিস্থিতিতে হেমতাবাদে বিধায়কের মৃত্যু হয়েছে৷ আপাতত তা আত্মহত্যা বলে মনে করা হচ্ছে৷ এই বিষয়ে তদন্ত করছে সিবিআই৷

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপি সমস্ত অভিযোগ খারিজ করে পাল্টা যুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ চিঠিতে বিজেপির অভিযোগ প্রসঙ্গে তুলে যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জানানো হয়েছে, বিজেপির অভিযোগের কোনও ভিত্তি নেই৷  বিধায়ক মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত করছে সিআইডি৷ এখনও পর্যন্ত পুলিশের কাছে যে তথ্য-প্রমাণ এসেছে তা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে৷ কোন পরিস্থিতিতে বিজেপি বিধায়কের মৃত্যু হয়েছে তা উল্লেখ করা হয়েছে চিঠিতে৷

গতকাল রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিজেপি তরফের ঠিক যে যে বিষয়ে অভিযোগ করা হয়েছে, তা আজ খারিজ করে বেশ কিছু পাল্টা যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিজেপির প্রতিটি অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি৷ আজ এক সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী চিঠি রাষ্ট্রপতির দরবারে দিয়ে আসেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷

গতকাল রাষ্ট্রপতি ভবনে গিয়ে বিজেপির তরফে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলা হয়৷ রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি৷ ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা৷ এবার বিজেপির অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রপতির কাছে মুখ্যমন্ত্রীর চিঠি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক দলের একাংশ৷