প্রাইভেট টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা দফতরে অভিযোগ দায়ের

বাঁকুড়া: প্রাইভেট টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের একাংশের বিরুদ্ধে সরব হল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে বাঁকুড়া জেলা স্কুল শিক্ষা দপ্তরে। এর ভিত্তিতে ৪টি স্কুলের ২৬ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। এই ব্যাপারে চিঠি পাঠিয়ে ওই ৪টি স্কুলের প্রধান শিক্ষকদের তিনি নির্দেশ দিয়েছেন,

প্রাইভেট টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা দফতরে অভিযোগ দায়ের

বাঁকুড়া: প্রাইভেট টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের একাংশের বিরুদ্ধে সরব হল ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে বাঁকুড়া জেলা স্কুল শিক্ষা দপ্তরে। এর ভিত্তিতে ৪টি স্কুলের ২৬ জন শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক।

এই ব্যাপারে চিঠি পাঠিয়ে ওই ৪টি স্কুলের প্রধান শিক্ষকদের তিনি নির্দেশ দিয়েছেন, অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পঙ্কজ সরকার বলেন, ‘যে স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, সেই স্কুলগুলিকে চিঠি করে প্রধান শিক্ষকদের জানানো হয়েছে তদন্ত করে ব্যবস্থা নিতে।’ বাঁকুড়া জেলায় জুনিয়র হাই ও হাইস্কুল মিলিয়ে মোট স্কুলের সংখ্যা ৮৪৭টি। শিক্ষক-শিক্ষিকার সংখ্যাটাও প্রায় হাজার দশেক। এই সব শিক্ষকদেরই একটা অংশ সরকারি নির্দেশ না মেনে চুটিয়ে প্রাইভেট টিউশন পড়ান, এমনটাই অভিযোগ। এই ব্যাপারে গত ডিসেম্বরে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা পড়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 11 =