নন্দীগ্রাম: পরিত্যক্ত বাড়ির মধ্য থাকা বোমাকে বল ভেবে খেলতে বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক শিশুর। গুরুতর আহত হয় আরও দুই শিশু। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম-১ এর কালিচরনপুর ৯ নং গ্রাম পঞ্চায়েতের জাদুবাড়িচক এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম জাহিরুন খাতুন(৯)। আঙত অপর দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক৷
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ এলাকার তিন শিশু পরিত্যক্ত বাড়ির মধ্য খেলতে গিয়ে একটি পাত্র পড়ে থাকতে দেখতে পায়। আর সেই পাত্র হাতে তুলতে গিয়ে বোমা মাটিতে পড়ে গিয়ে ফেটে যায়। গুরুতর আহত হয় তিন শিশু। স্থানীয়রা জানতে পেরে ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসাপাতালে নিয়ে যায়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তার মৃত্যু হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। কোথা থেকে বোমাগুলি এল তা তদন্ত করে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
একই সঙ্গে এলাকার রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে এই বোমা বিস্ফোরণ থেকে৷ প্রকাশ্যে তৃণমূল বা বিজেপির নেতা এবিষয়ে মন্তব্য না করতে চাইলেও স্থানীয় নেতারা পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলছে৷ দু’তরফেরই দাবি, এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য অপর পক্ষ বোমা মজুত করেছিল৷ এঘটনা তারই প্রমাণ৷ এদিকে শিশু মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি বাসিন্দারা পরিস্থিতির জন্য দুষছেন পুলিশি নিস্ক্রিয়তাকেই৷ তাঁদের বক্তব্য, অবিলম্বে পুলিশ সক্রিয় হোক৷ নন্দীগ্রামকে বোমা মুক্ত করার উদ্যোগ নেওয়া হোক৷