ফের ভাঙন তৃণমূলে, বিজেপিতে মন্ত্রী-সহ এক ঝাঁক নেতা! গেরুয়া হলেন বনি-রাজশ্রী

ফের ভাঙন তৃণমূলে, বিজেপিতে মন্ত্রী-সহ এক ঝাঁক নেতা! গেরুয়া হলেন বনি-রাজশ্রী

কলকাতা: তৃণমূলে ভাঙন ধরিয়ে ফের সংসার বৃদ্ধি বিজেপি’র৷ বুধবার একাধিক নেতা, বিধায়ক তৃণমূল ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে৷ পাশাপাশি আজ গেরুয়া হলেন চলচ্চিত্র জগতের আরও এক তারকা, বনি সেনগুপ্ত৷ রাজীব বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপি’র পতাকা হাতে তুলে নিলেন তিনি৷ এদিন বিজেপি যোগের তালিকাটা ছিল বেশ দীর্ঘ৷ 

আরও পড়ুন-  কুরবান শা হত্যা মামলায় নয়া মোড়, আনিসুরের চাপেরই কি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ভাগ্নের?

এদিন বনি গেরুয়া মন্ত্রে দীক্ষিত হওয়ার পর রাজীব বলেন, এবার থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজ্যজুড়ে কাজ করবেন অভিনেতা৷ এটাই তাঁর অভিপ্রায়৷ বনির কথায়, আশা করি মানুষের জন্য কাজ করতে পারব৷ বনির পাশাপাশি এদিন বিজেপি’তে যোগ দেন আরও এক অভিনেত্রী, রাজশ্রী রাজবংশী৷ স্টেটমেন্ট, আনহ্যাপি ম্যারেডের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি৷ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ 

এদিন ভারতীয় জনতা পার্টি পরিবারে যোগ দেন দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা৷ এর পরেই যোগ দেন হাওড়া পৌরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা মেয়র পারিষদের সদস্যা৷ এছাড়াও বিজেপি’তে যোগ দেন দক্ষিণ ২৪ পরগণার ফলতা বিধানসভার অন্তর্গত জেলা পরিষদের সদস্য প্রবীর দাস৷ হাওড়া পৌরসভার প্রাক্তন পৌরপিতা শ্যামল রায়৷ হাওড়া পৌরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরমাতা চৈতালি বিশ্বাস৷ বিজেপি’র পতাকা হাতে তুলে নেন নদীয়া জেলার প্রাক্তন জেলা সভাপতি তথা তেহট্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত৷ 

বিজেপি’তে যোগ দেওয়ার পর গৌরীশঙ্কর বলেন, ‘‘আমি ১৯৯৮ সালের ১ জানুয়ারি থেকে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম৷ কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করার সময় দলের তরফে কোনও সৌজন্য দেখানো হয়নি৷ প্রার্থী না হওয়া নিয়ে খেদ নেই৷ কিন্তু সৌজন্যের খাতিরে অন্তত একটা ফোন করা উচিত ছিল৷ ২১ বছর দলের জন্য নিজের রক্ত দেওয়ার পর ঘাম ঝরানোর পর দল যখন ন্যূনতম সৌজন্য দেখায়নি, বাংলার মানুষের সঙ্গে দেখাতে পারে না৷ সেই কারণেই বিজেপি’তে যোগ দিয়েছি৷ কোনও দাবি নেই৷ সামান্য সৈনিক হিসাবে কাজ করতে চাই৷’’

আরও পড়ুন-  প্রেমিকা ও মাকে ‘ছেড়ে’ উল্টো পথে বনি, যোগ দিলেন বিজেপিতে

এদিকে বাবার হাত ধরে বিজেপি’তে যোগ দেন গৌরীশঙ্করের ছেলে অয়ন দত্ত৷ যোগ দেন তৃণমূলের সাধারণ সম্পাদক সাধন বিশ্বাস,  প্রাক্তন কাউন্সিলার দেবানন্দ শর্মা, পানিহাটি পৌর সভার ২১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পার্থ ঘোষ, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য শিশির কান্তি লাহা, মধ্য হাওড়ার প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট তথা মন্ত্রীর আপ্ত সহায়ক সুপ্রীতি চট্টোপাধ্যায়, বাসন্তীর বিধায়ক গোবিন্দ নস্করের কন্যা জয়ন্তী মণ্ডল, নদীরায় রাজা রায়চৌধুরী, তৃণমূল ছাত্র পরিষদের নেতা রাকেশ বিশ্বাস৷ এছাড়াও যোগ দেন মুক্তার শেখ, সঞ্জীব মণ্ডল, বিমান ঘোষ, কেষ্ট ঘোষ, প্রদীপ ঘোষ প্রমুখরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *