শুভেন্দুর খাসতালুকে বোমা বিস্ফোরণ, খেজুরিতে হত দুই তৃণমূল কর্মী

শুভেন্দুর খাসতালুকে বোমা বিস্ফোরণ, খেজুরিতে হত দুই তৃণমূল কর্মী

খেজুরি: ফের উত্তপ্ত খেজুরি। বোমা বিস্ফোরণে ২  তৃণমূল জন কর্মীর মৃত্যু হল। বাকি বেশ কয়েকজন তৃণমূল কর্মী তমলুক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে খেজুরি বিধানসভায় পশ্চিম ভাঙ্গনমারি এলাকায়। জানা গেছে মৃত দুজন অনুপ দাস (৩০) ও কঙ্কন করণ (৩৫)। এই ঘটনার পর বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর, সোমবার রাতে আচমকাই এলাকায় বিস্ফোরণ হয়। কেঁপে উঠে খেজুরি বিধানসভায় পশ্চিম ভাঙ্গনমারি এলাকায়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখে বেশ কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। বাকি বেশ কয়েকজন কলকাতা ও বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে, কি কারনে এমন ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্যাস সিলিন্ডার ফেটে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান। যদিও এ বিষয়ে সুস্পষ্ট কোনও প্রতিক্রিয়া পুলিশের কাছ থেকে মেলেনি।

এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে তীব্র ভাষায় আক্রমণ জানিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক তাপস দলাই। তিনি বলেন ” গত বিধানসভায় খেজুরিতে পরাজিত হয় তৃণমূল৷ নিজেদের হার সহ্য করতে না পেরে এমন তাণ্ডব শুরু করেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতিকারীরা। এবার সেই পাপের ফলে ওদেরই দু’জন কর্মীর মৃত্যু হল৷ পুলিশকে বলব সঠিকভাবে তদন্ত করুন, তা হলে নেপথ্যে থাকা অনেক মাথায় সামনে আসবে৷’’

৭দিও বিজেপির অভিযোগ উড়িয়ে  যুব তৃনমূলের সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, ” আমরা একটা খবর পেয়েছি খেজুরিতে বোমাবাজি হয়েছে। কোন কিছু হলেই বিজেপির তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে দেন। পুলিশ প্রশাসনকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য জানিয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আসল তথ্য সামনে আসবে৷ ’’ খেজুরির তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস বলেন ” ঠিক কি কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছি। গ্যাস সিলিন্ডার বাস্ট করে এমন ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এর পিছনে বিজেপির ইন্ধনও থাকতে পারে৷’’

প্রসঙ্গত তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রথম দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে খেজুরি বিধানসভার বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিন আগে খেজুরি ঘোড়াঘাট , কটকাদেবী চক গ্রামে রাতের অন্ধকারে একাধিক বিজেপি কর্মীদের উপর তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷  তারই জেরে তপ্ত বিস্তৃর্ণ এলাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + seventeen =