কলকাতা: কিছু দিন আগে কলকাতা শহরে না হলেও তার থেকে কিছু দুরের অঞ্চল বারাকপুরের সেনা ছাউনির এক আবাসন থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় তাঁর সঙ্গী চিকিৎসকের দিকেই আঙুল উঠেছে। এবার খাস কলকাতায় আরও এক চিকিৎসকের মৃত্যুর ঘটনা ঘটল। এক্ষেত্রেও পুলিশি নজরে আছে তাঁর সঙ্গী। প্রগতি ময়দান থানা এলাকায় একটি বহুতলের নীচ থেকে সোমবার গভীর রাতে দেহ উদ্ধার করা হয়েছে ওই চিকিৎসকের। ওই বহুতলে থাকেন চিকিৎসকের বিদেশি বান্ধবী।
পুলিশ সূত্রে খবর, সোমবার মাঝ রাতে বহুতলের পাঁচ তলা থেকে পড়ে যান শুভঙ্কর চক্রবর্তী নামের ওই চিকিৎসক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু কী ভাবে পড়ে গেলেন তিনি? পা ফসকে পড়েছেন নাকি মদ্যপ অবস্থায়, নাকি এটি খুনের ঘটনা, তা জানতে এখন তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী ঘটনা ঘটেছে, তা ওই চিকিৎসকের তাইল্যান্ডের বান্ধবীর থেকেই জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা। বহুতলের কিছুজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে, তারা জানতেন এনারা স্বামী-স্ত্রী। এখন চিকিৎসকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই তাঁর বান্ধবীর দিকেই সন্দেহের তীর যাচ্ছে।
উল্লেখ্য, বারাকপুরের ঘটনায় একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছিল। সেই প্রেক্ষিতে মহিলা চিকিৎসকের সঙ্গী চিকিৎসকের বিরুদ্ধে পুলিশ আত্মহত্যার মামলা দায়ের করে। অভিযুক্ত চিকিৎসক ব্যারাকপুর সেনা হাসপাতালে উচ্চ পদে কর্মরত। মৃতা প্রজ্ঞাদীপা হালদার বারাসত-১ ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহত্যা করেন বলে তদন্তে পুলিশের অনুমান।