‘মীরজাফর দূর হটো’, ডোমজুড়ে রাজীবের মিছিলে কালো পতাকা!

‘মীরজাফর দূর হটো’, ডোমজুড়ে রাজীবের মিছিলে কালো পতাকা!

 

নিজস্ব সংবাদদাতা, ডোমজুড়: ‘মীরজাফর দূর হটো’, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফের দেখানো হল কালো পতাকা৷ সেই পতাকায় লেখা,  ‘মীরজাফর দূর হটো’৷   হাওড়ার ডোমজুড়ে”আর নয় অন্যায়” এই কর্মসূচিকে সামনে রেখে আজ এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেবিজেপি। হাওড়ার ডোমজুড় মন্ডল ৩ এর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেই মিছিল শুরুর আগেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখাতে থাকে কিছু মানুষ৷

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রীতিমত৷ মিছিল শুরুর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা ঝুলতেও দেখা যায়। কালো পতাকায় লেখা হয় “মীরজাফর দূর হটো”। অভয়নগর বাজারে এদিন বেশ কিছু কালো পতাকা লাগানো হয়৷ তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হলে পরে আবারও তাঁকে দেখানো হয় কালো পতাকা৷ রাজীবকে ঘিরে কালো পতাকা দেখানো বা তাঁর ছবিতে জুতোর মালা, এ কোনও নতুন ঘটনা নয়৷ এর আগেও বাঁকড়ায় এমন ঘটনা দেখা গিয়েছে৷

তবে এ নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় জানিয়ে দিয়েছিলেন যতই জুতোর মালা পরাক, কালি লাগাক, তিনি ভাববেন মানুষ তাকে ফুলের মালা পরাচ্ছে৷ প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতেই তাঁর নামে পোস্টার দিয়ে তাতে জুতোর মালা পরাতে দেখা যায়৷ এছাড়াও বাঁকড়ায় তৃণমূলের মিছিলেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে তা পুড়িয়ে ফেলতে দেখা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =