কুপ্রস্তাব মেলেনি সাড়া, অপহরণ করে বৌদিকে বিহারে পাচারের অভিযোগ

কুপ্রস্তাব মেলেনি সাড়া, অপহরণ করে বৌদিকে বিহারে পাচারের অভিযোগ

কলকাতা: নিজের বৌদিকে অপহরণের অভিযোগ উঠল তিন দেওয়রের বিরুদ্ধে। গত সোমবার থেকে ওই মহিলা নিখোঁজ হন। ওই মহিলা নিখোঁজের সঙ্গে সঙ্গে তাঁর তিন দেওয়র ও তাঁদের সঙ্গীরা পলাতক বলে জানা গিয়েছে। থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে বিহার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে।

ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় হয়েছে। অপহৃত গৃহবধূর নাম রিনা বিবি। রিনা বিবির মা পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন মেয়ের তিন দেওয়র সাহিল, আবুয়া ও মাসেদ তাঁর মেয়েকে অহরণ করে বিহারে পাচার করে দিয়েছে। মূল অভিযুক্ত সাহিল। তিনি ইতিমধ্যে তিন দেওয়রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অপহৃতা রিনা বিবির সন্ধানে পুলিশ বিভিন্ন জায়গা তল্লাশি অভিযান শুরু করেছে। শুধু তাই নয়, বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

জানা গিয়েছে, কয়েক বছর আগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ভাটোল চণ্ডীপুরের রিনা বিবির সঙ্গে দৌলতপুরের বাসিন্দা জাহাঙ্গিরের বিয়ে হয়। জাহাঙ্গির ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। বেশিরভাগ সময় তিনি কাজের জন্য বাইরে থাকেন। রিনি বিবি ও জাহাঙ্গিরের দুই সন্তান রয়েছে। দুই সন্তানকে নিয়ে তাঁরা বাড়িতে থাকতেন। রিনা বিবির মা অভিযোগ করেছেন, জাহাঙ্গির বাড়িতে না থাকলে, তার ভাইরা উত্যক্ত করতেন। রিনা বিবির মা সুবেদা খাতুন অভিযোগ করেছেন, সোমবার থেকে মেয়েকে আর পাওয়া যাচ্ছে না। তাঁর মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করা হয়েছে। রিনার তিন দেওয়রের উসকানিতে অপহরণ করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে। তিন দেওয়র ছাড়া সুবেদা খাতুন আরও কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + twelve =