কলকাতা: আগামী শুক্রবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। এই জন্য আগামী সপ্তাহের শুরুতেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে। এরপরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। আসন্ন অধিবেশনে রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য একটি সংশোধনী বিল আনা ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদ নিয়েও একটি বিল পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীই হবেন আচার্য! অনুমোদন মন্ত্রিসভার
কিছুদিন আগেই জানা গিয়েছিল রাজ্যপালকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে সরাতে চায় সরকার। রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয় রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে আচার্য করার একটি প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও সরানো হতে পারে রাজ্যপালকে। এই বিষয় নিয়ে নবান্নে আলোচনা হয়েছে বলে সূত্রে খবর। বিধানসভায় এই দুটি ইস্যু নিয়ে কী আলোচনা হয় তা জানার অপেক্ষায় রাজ্যবাসী। সিদ্ধান্ত যাই হোক, বিতর্ক যে থাকবেই তাতে কোনও রকম সন্দেহ নেই। অন্যদিকে আবার বিজেপি বিধায়কদের নিয়েও সমস্যা বর্তমান।
আসলে গত বাজেট অধিবেশনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ সাত জন বিজেপি বিধায়ক সাসপেন্ড হয়েছিলেন। তাই আগামী ১০ জুন থেকে যে বাদল অধিবেশন শুরু হবে, সেখানে অংশ নিতে পারবেন না তাঁরা। সেই কারণে আসন্ন বাদল অধিবেশনে গোটা বিজেপি পরিষদীয় দল অধিবেশন বয়কট করতে পারে, এমন সম্ভাবনাই প্রবল। যদিও যে যে বিল আনার কথা রয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই বিজেপি বিধায়করা আদতে কী করবেন তা নিয়েই ধোঁয়াশা।