পার্থকে কোথায় নিয়ে যাওয়া হল? ইডির কনভয় নিয়ে প্রশ্নের উত্তর মিলল

পার্থকে কোথায় নিয়ে যাওয়া হল? ইডির কনভয় নিয়ে প্রশ্নের উত্তর মিলল

কলকাতা: শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আটক করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও। কিন্তু এখন নতুন ধন্দ তৈরি হয়েছে। জানা গিয়েছিল, গ্রেফতার করার পর পার্থ চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়নি এখনও। পরে অনুমান করা হচ্ছিল তাঁকে অর্পিতার বাড়ি নিয়ে গিয়ে মুখোমুখি জেরা করা হতে পারে। সেটাও করা হয়নি। বরং ইডি তাঁকে নিয়ে বেহালা ছাড়িয়ে একেবারে ডায়মণ্ড হারবারের দিকে এগিয়ে গিয়েছে। অবশেষে জানা গেল, তাঁকে ইএসআই মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যা জোকায়।

আরও পড়ুন : পার্থ-অর্পিতাকাণ্ডে চরম খোঁচা দিলীপের, ‘আদর্শ’ নিয়ে একহাত মমতাকে

পার্থকে গ্রেফতার করে যখন ইডি বের হয় তখন যে রাস্তা দিয়ে তাঁরা আসছিল তাতে মনে করা হচ্ছিল সোজা সিজিও কমপ্লেক্স যাবে তাঁরা। কিন্তু সেটা হয়নি। আবার অনুমান করা হচ্ছিল, শরীর খারাপ হওয়ার দরুন হয়তো রাজ্যের মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাও হয়নি। বেহালা, ঠাকুরপুকুর ছাড়িয়ে ইডি-পার্থ কনভয় ডায়মণ্ড হারবারের দিকে যায়। তাদের গন্তব্য কোথায় তা নিশ্চিত করা যাচ্ছিল না। মাঝে মনে হয়েছিল, বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের যে অফিস আছে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হবে। তবে সেই অনুমানও বিফলে যায়। শেষে জোকার ইএসআই হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হল।

এদিকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে অর্পিতার সঙ্গে একই মঞ্চে আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে, মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালের দুর্গাপুজোর এক অনুষ্ঠান এটি। মমতার পাশেই বসে আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর পাশে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। ছবি ছাড়াও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে মমতা সরাসরি অর্পিতার সঙ্গেই কথা বলছেন। এই ছবি-ভিডিও নিয়ে এখন হইচই শুরু হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =