কেকে-র অনুষ্ঠানে ৩০-৫০ লাখ! এত টাকা কোথা থেকে এল? প্রশ্ন সৌগতর!

কেকে-র অনুষ্ঠানে ৩০-৫০ লাখ! এত টাকা কোথা থেকে এল? প্রশ্ন সৌগতর!

বরাহনগর: দলের নামে চাঁদা তুললে কী হবে, সেটা কয়েকদিন আগেই স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার যথেচ্ছ টাকা কোথা থেকে আসছে, কারা জোগাচ্ছে তা নিয়ে গুরুতর প্রশ্ন তুললেন খোদ  তৃণমূল সাংসদ সৌগত রায়।

কিছুদিন আগেই বলিউডের বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যু নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। প্রশাসনিক অব্যবস্থার দায়ে কাঠগড়ায় উঠেছিল বাংলা। সমালোচনার ঝড় বয়েছিল গোটা কলকাতাজুড়ে। রাজনৈতিক মহলে তোপের মুখে পড়েছিল তৃণমূল ছাত্র পরিষদ। তারপর থেকে প্রশ্ন উঠছিল নজরুল মঞ্চে যে অনুষ্ঠানে কেকে এসেছিলেন তার জন্য ব্যয় হওয়া লক্ষ লক্ষ টাকা এল কোথা থেকে? কলেজের সাধরণ ছাত্র সংসদের পকেটে এত টাকা জোগাচ্ছেন কারা? যা নিয়ে রাজনৈতিক মহলেও তৈরি হয় বিস্তর চাপান-উতর। এবার তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচিতে একই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

রবিবার বরাহনগরে ছিল তৃণমূল ছাত্র পরিষদের একটি সাংগঠনিক কর্মসূচি। সেখানেই আসেন সৌগত রায়। বলিউড শিল্পীদের বিপুল পারিশ্রমিক ছাত্র সংসদ জোগাড় করছে কেথা থেকে? এদিনের কর্মসূচিতে গিয়ে শুরুতেই এ প্রশ্ন করতে দেখা যায় সৌগত রায়কে। এদিন সৌগতকে বলতে শোনা যায়, ‘শুনেছি কেকে’র অনুষ্ঠান করতে ৩০ থেকে ৫০ লক্ষ টাকা লেগেছে। এত টাকা কোথা থেকে এল? টাকা তো হাওয়া থেকে আসে না! এত টাকা জোগাড় করতে সারেন্ডার করতেই হয়। প্রোমোটার বা মস্তানদের কাছে সারেন্ডার করতে হয়। এই বয়স থেকে আত্মসমর্পন করলে ভবিষ্যতে লড়বে কী করে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =