বর্ষা কবে আসবে? দক্ষিণবঙ্গে আরও কত দিন চলবে গরমের অস্বস্তি?

বর্ষা কবে আসবে? দক্ষিণবঙ্গে আরও কত দিন চলবে গরমের অস্বস্তি?

weather report

কলকাতা: আদ্রতাজনিত অস্বস্তি এখনই কমছে না দক্ষিণবঙ্গে। চলতি বৃহস্পতিবার পর্যন্ত এমনই অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা বাড়ার আশঙ্কা করছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে, তাই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে বলে খবর। উত্তরের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে এখনও কুলকুল করে ঘাম হচ্ছে। মনে করা হয়েছিল, রবিবার থেকেই আবহাওয়ার বদল ঘটবে। কিন্তু বৃথা আশায় ঘাম ঝরিয়েছে ভ্যাপসা গরম।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আদ্রতাজনিত অস্বস্তি আরও দুই-তিন দিন থাকবে। সপ্তাহের প্রথম দিন সোমবার ঘর্মাক্ত কাটবে দক্ষিণবঙ্গের। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে রোদের তেজ যথেষ্ট। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেডের সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বদল ঘটবে না, বলা যেতে পারে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আরও এক, দুই ডিগ্রি বাড়ার সম্ভাবনা থাকছে। ফলে দক্ষিণবঙ্গের অস্বস্তি আরও অনেকটাই বাড়বে। জৈষ্ঠ্য মাসের তৃতীয় সপ্তাহ চলছে। দিনের বেলা বাতাসে গরমের হলকা থাকছে। সকাল আটটার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে আদ্রতাজনিত অস্বস্তি। সন্ধে নামলেও সেই অস্বস্তি কাটার জো নেই। রাতেও ভ্যাবসা গরমে ঘেমেনেয়ে একাকার হচ্ছে সাধারণ মানুষ।

কালবৈশাখী দেখা যায়নি প্রায় দু সপ্তাহের বেশি হয়ে গিয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হয়েছে। কিন্তু তাতে পর্যাপ্ত পরিমাণ উষ্ণতা কমার ইঙ্গিত পাওয়া যায়নি। গত সাত দিনে কলকাতার আশেপাশে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। গত মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। সেই ঝড় স্থলভাগে এসে আঘায় করেনি। কিন্তু তারপর থেকে নতুন করে কোনও ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ইঙ্গিতও মেলেনি বঙ্গোপসাগরে। এই সময়গুলিতে সপ্তাহে একটি বা দুটি করে কালবৈশাখী দেখতে পাওয়া যায়। এবার সেই সংখ্যাও কমে গিয়েছে অনেকটা। উত্তরবঙ্গে বর্ষা চলে এসেছে। কিন্তু দক্ষিণবঙ্গে এখনও বর্ষা ঢুকল না। দিল্লির মৌসম ভবন জানিয়েছিল, এবার দেশে বর্ষা আগাম এসেছে। কেরলে বর্ষা ঢুকেছে নির্ধারিত দিনের অনেকটাই আগে। তাহলে কেন বর্ষা দক্ষিণবঙ্গে এখনও আসছে না? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণের মনে।

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে মেঘ দেখা দিচ্ছে। কিন্তু পুঞ্জিভূত মেঘ এখনও ঘনীভূত হচ্ছে না। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকছে কালো মেঘ। এছাড়াও যথেষ্ট হাওয়া থাকছে। কাজেই বিভিন্ন জায়গায় মেঘের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে। বর্ষার মেঘ দক্ষিণবঙ্গের আকাশে আগামী বৃহস্পতিবার দেখা  যেতে পারে। তার আগে পর্যন্ত এমন ঘাম ঝরানো অস্বস্তি চলবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে আজ সোমবার ও আগামী কাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও আশপাশের জেলাগুলোতে। হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকবে ৪০ কিলোমিটারের কাছাকাছি। বৃষ্টি সাময়িক স্বস্তি দেবে কি? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *