কলকাতা: আজ, ২১ জুলাইয়ের শহিদ মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মাইক হাতে বক্তৃতা দিতে উঠলেন, তখন অঝোর ধারায় বৃষ্টি ঝরছে৷ ছাতা নিয়ে মঞ্চে উঠলেও কিছুক্ষণের মধ্যেই তিনি তা সরিয়ে দেন৷ বৃষ্টিতে ভিজেই শুরু করেন বক্তব্য৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘‘২১ জুলাইয়ের আজকের সমাবেশ সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়েছে৷ ২০১৪ থেকে ২০২১, সাত বছর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই উচ্ছ্বাস-উন্মাদনা আমরা কোনও দিন লক্ষ করিনি৷ যত মানুষ সভাস্থলে এসে পৌঁছেছে, তার ১০ গুণ মানুষ রাস্তায় রয়েছে, তাঁরা ঢুকতে পারেনি৷’’ তাঁর কথায়, ‘‘প্রতিবারই ২১ জুলাই বৃষ্টি হয়৷ বৃষ্টি আমাদের কাছে শুভ৷ বৃষ্টি যখনই হয়েছে বিরোধীরা ধরাশায়ী হয়েছে৷’’
আরও পড়ুন- বাম আমলে কী ভাবে চাকরি হয়েছিল? ফাইল খুলব? হুঁশিয়ারি মমতার
অভিষেকের বক্তব্য শেষে যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠেন তখন অদ্ভূত ভাবে বৃষ্টি উধাও৷ মঞ্চে উঠেই দলনেত্রী বলেন, যাঁরা বৃষ্টিতে ভিজেছেন, তাঁরা আমার কথা না শুনে চলে যাবেন না তো? এর পর অভিষেকের সুরেই তিনি বলেন, ২১ জুলাই বৃষ্টি হয়৷ ভগবানের কৃপায় বৃষ্টি এবারও হল৷ রিমঝিম বৃষ্টি৷ ঝিমঝিম বৃষ্টি৷ এর পরেই বাম-বিজেপি’কে খোঁচা দিয়ে মমতা বলেন, বৃষ্টি দেখে বিজেপি হাসছিল আর সিপিএম কাঁদছিল৷ অন্যান্যরাও হাসছিল৷ ভাবছিল গেল৷ এতদূর থেকে সকলে এসেছে৷ একটা জামাও হয়তো সঙ্গে করে আনেনি৷ বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছে৷ তাই তৃণমূল কংগ্রেসের মিটিংটাই নষ্ট হয়ে গেল৷ কিন্তু, ওরা জানে না তৃণমূল দলটা এমনই মিষ্টি যে কখনও রৌদ্র, কখনও বৃষ্টি৷ কখনও দগ্ধ, কখনও সৃষ্টি৷ এখানে এসে পৌঁছনোর পর আবার সূর্ব দেবতা জেগে উঠেছে৷ তিনি এটাই বলছেন আলোর দিশারি হয়ে এগিয়ে যাও৷
মমতার কথায়, আজ প্রকৃতি মাকে জয় করে নিয়েছি৷ তিনি বলেন, ভালোবাসার কাছে সব হয়৷ আসার আগে বগলামুখী মাকে প্রার্থনা করেছিলাম৷ আল্লার কাছে আকাশের কাছে প্রার্থনা করেছিলাম, যাতে সভাটা সুষ্ঠ ভাবে করতে পারি৷ সেই প্রার্থনা কবুলও হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>