কলকাতা: শনি ও রবিবারের মতো সোমবার বিকেলের পর ঝাঁপিয়ে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। সোমবার ও মঙ্গলবার ঝোড়ো হাওয়ার বেগ আগের দুই দিনের থেকে বেশি থাকবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গিয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরের বেশ কিছু জায়গায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা গিয়েছে, রবিবারের কালবৈশাখী ও বৃষ্টির পর কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি কমেছে। তবে সোমবার দুপুরে দক্ষিণে অস্বস্তিজনিত গরম অব্যাহত থাকবে। বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে স্বস্তি পাওয়া যাবে।
পাশাপাশি উত্তরবঙ্গেও সোম ও মঙ্গলবার বৃষ্টিপাতের পরিমাণ অব্যাহত থাকহে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই দুই দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। সোমবার কোচবিহার ও আলিপুরে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ৮ মে থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
অন্যদিকে, আন্দামান সাগরের দক্ষিণে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ৬ মে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সেটি উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হবে। পূর্বমধ্য বঙ্গোপসাগরে আসার পর অভিমুখ উত্তর-উত্তরপূর্বমুখী হতে পারে। তখনই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। পরে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। ৯ মে থেকে ১১ মের মধ্যে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। তবে পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাব কতটা পড়বে, তা এখনই বলা সম্ভব হবে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। আপাতত অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে বাংলাদেশ উপকূল পর্যন্ত অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।