কলকাতা: গত সোমবার আদালত পার্থ এবং অর্পিতাকে ইডি হেফাজতে দেওয়ার পর থেকেই দফায় দফায় জেরার মুখে পড়তে হচ্ছে রাতের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে। আপাতত তাঁরা দুজনেই রয়েছেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে। সেখানেই চলছে তাঁদের ম্যারাথন জেরা। তবে জানা যাচ্ছে মাঝে মাঝেই ইডির তদন্তকারী অফিসারদের মেটাতে হচ্ছে অর্পিতার অদ্ভুত অদ্ভুত আবদার। সম্প্রতি হঠাৎই নাকি অর্পিতা জেরার মাঝে চেয়ে বসেছেন চিনি ছাড়া ব্ল্যাক কফি। অভিযুক্তের এহেন আবদার শুনে রীতিমত ভিড়মি খাওয়ার অবস্থা তদন্তকারী অফিসারদের। কিন্তু মেটাতেও হচ্ছে সেই সমস্ত আবদার। জানা যাচ্ছে চিনি ছাড়া ব্ল্যাক কফি খেয়ে তবেই ফের জেরায় মুখ খুলতে রাজি হয়েছেন অর্পিতা।
অন্যদিকে ইডি সূত্রে খবর, ২০ জুলাই অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে গিয়েছিলেন পার্থ। এর আগে ১৭ জুলাইও ওই ফ্ল্যাটে তিনি গিয়েছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডির তৎপরতায় বর্তমানে এক ছাদের তলাতেই রয়েছেন তাঁরা দুজনে। এখনও যদিও মুখোমুখি হননি কেউ। তবে খুব শীঘ্রই দু’জনকে মুখোমুখি জেরার পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের।
উল্লেখ্য, সোমবার কলকাতায় ইডির বিশেষ আদালত, পার্থ এবং অর্পিতাকে ৩ আগস্ট পর্যন্ত হেফাজতের রাখার নির্দেশ দিয়েছিল। এদিন রাত ১১:১৫ নাগাদ অর্পিতাকে নিয়ে সিজিও কমপ্লেক্স পৌঁছন ইডির অফিসাররা। রাতে ইডি দফতরের একটি রুমেই অর্পিতাকে রাখার ব্যবস্থা করা হয়। সোমবার রাতে অবশ্য পার্থর কলকাতা ফেরা হয়নি। তাঁকে ভুবনেশ্বর এইমস হাসপাতালেই রাত কাটাতে হয়েছিল। মঙ্গলবার সকালে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বুধবার সকালে দুজনকেই মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টেস্ট শেষে ফের তাঁদের সল্টলেকেই ফেরত নিয়ে আসা হবে।