বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ! ধুন্ধুমার ডালখোলায়

বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ! ধুন্ধুমার ডালখোলায়

ডালখোলা: ডালখোলা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ দখল করে ছাপ্পা ভোটের অভিযোগ৷ ধুন্ধুমার পরিস্থিতি৷ তৃণমূলের বিরুদ্ধে বুথ দকের অভিযোগ তুলে ১৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস৷ রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়৷ অবরোধ হঠাতে লাঠিচার্জ করে পুলিশ৷  

আরও পড়ুন- কেন কাঁথিতে বুথদখল? কালীঘাটকে নিশানা করে যা বললেন শিশির

আজ সকাল থেকে ডালখোলার ১৬টি ওয়ার্ডে ভোট গ্রহণ স্বাভাবিক ছিল৷ দুপুর গড়াতেই উত্তেজনা বাড়তে থাকে৷ অভিযোগ, দুপুর ১টা নাগাদ উত্তর মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ দখল করে ছাপ্পা ভোট চালাচ্ছিল শাসক দলের কর্মীরা৷ তাতে বাধা দিতে যায় কংগ্রেস৷ বাধা দিতে গেলে তাঁদের উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ৷ পাল্টা আক্রমণ চালায় কংগ্রেস৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তৃণমূলের ক্যাম্প অফিস৷ এর পর তৃণমূলের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকরা৷ 

এদিকে, ডালখোলার পাঁচ নম্বর ওয়ার্ড অর্থাৎ দেশবন্ধুপাড়ার কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ চলার মাঝে আচমকা ওই কেন্দ্রে এক নাবালককে ভুয়ো ভোটার হিসাবে ধরা হয়। চাপাচাপিতে ওই নাবালক জানিয়ে দেয়, সে সাইকেল চিহ্নে ভোট দিয়েছে। সাইকেল প্রতীকটি ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী কৈলাস সাহার।