বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি! আবার বিতর্কে উদয়ন

বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুঁশিয়ারি! আবার বিতর্কে উদয়ন

কোচবিহার: বেফাঁস মন্তব্য করে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তাঁর জন্য যে দলকে বিভিন্ন সময়ে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে এটাও সঠিক। কিন্তু উদয়ন আছেন উদয়নেই। এখনও তাঁকে বিস্ফোরক কিছু মন্তব্য করতেই শোনা যাচ্ছে। কিছুদিন আগে বিরোধীদের হাঁটু ভাঙার দাওয়াই দিয়েছিলেন তিনি। আর এবার দাঁত তুলে নেওয়ার হুমকি দিলেন কার্যত।

আরও পড়ুন- কোথায় ল্যান্ডফল করতে পারে ‘সিত্রাং’? মঙ্গলবারই আছড়ে পড়ার আশঙ্কা

কোচবিহারের ভেটাগুড়িতে দলীয় এক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেছেন, সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে। তবে ঠিক কী কারণে এমন মন্তব্য করলেন তিনি। আসলে বিজেপিকে একহাত নিতে গিয়েই এমন চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন উদয়ন গুহ। জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায় বিরোধীদের তোপ দেগে বলেছিলেন, বোমা-বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে। সেই রেশ টেনেই উদয়ন এবার বললেন, সন্ত্রাসের রাজনীতি করলে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে।

যদিও এই ধরনের মন্তব্য করতে পিছপা হন না রাজ্য বিজেপি নেতারাও। সম্প্রতি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মন্তব্য ছিল, তিনি বিরোধীদের বুকে পা দিয়ে চেপে দেবেন। এছাড়াও আরও অনেক ক্ষেত্রে এই রকম কু-মন্তব্য শোনা গিয়েছে বিজেপি নেতা-মন্ত্রীদের মুখ থেকে। কিন্তু তৃণমূল কংগ্রেসও যে তাদের থেকে পিছিয়ে আছে তা একদমই নয়। উদয়ন গুহ আবারও একবার তা প্রমাণ করলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − three =