‘সঙ্গে কেউ নেই কেন’, দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে নীতি পুলিশের মুখে দুই বঙ্গললনা

‘সঙ্গে কেউ নেই কেন’, দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে নীতি পুলিশের মুখে দুই বঙ্গললনা

কাছে পিঠে একটু ঠান্ডা হাওয়া খেতে বর্তমানে অনেক বাঙালির পছন্দের গন্তব্য দার্জিলিং। এই দার্জিলিংকে এতটাই নিরাপদ মনে করা হয়, তল্পিতপ্পা গুটিয়ে অনেক মেয়ে একাই দার্জিলিংয়ে পাড়ি দেন। বাঙালির পছন্দের দার্জিলিংয়ে, পর্যটক বন্ধু দার্জিলিংয়ে দুই বঙ্গললনা শিকার হলেন নীতি পুলিশের। এত রাতে দুটো মেয়ে একা কেন বাইরে বেরিয়েছেন, এই নিয়ে দার্জিলিং পুলিশের রীতিমতো হুমকির মুখে পড়তে হতে হল তাঁদের।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জনৈকা এক মহিলা ফেসবুকে লেখেন, ‘দুই দার্জিলিং পুলিশ যখন আমাদের দিকে কৌতুহল নিয়ে তাকিয়েছিল, খুব অবাক হয়ে গিয়েছিলাম। একজনের দৃষ্টিতে যথেষ্ট শ্লেষ। আমরা দুজন উত্তর দিলাম হোটেলে ফিরছি। সেটা শুনে একজন এগিয়ে গেলেও, অন্যজন শাসনের ভঙ্গিতে দাঁড়ান। তিনি বলতে শুরু করেন, আপনাদের উচিত ছিল, কাউকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে ফেরা। আমরা এতটাই অবাক হয়েছিলাম, যে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার বান্ধবী কোনও রকমে উত্তর দিলেন, আমাদের সঙ্গে কেউ নেই। উনি তখনও বলে চললেন, আপনাদের উচিত হয়নি কাউকে না নিয়ে ফেরা। আমরা অযাচিত শাসন এড়াতে ধন্যবাদ বলে চলে গেলাম। তারপরেও উনি দাঁড়িয়ে আরও কিছু বলার চেষ্টা করতে লাগলেন।

দুই যুবতী দার্জিলিংয়ে ঘুরতে যাওয়া নিয়ে যে সমস্যার মুখে পড়েছেন, এই শতকে কতটা যুক্তিযুক্ত, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, দার্জিলিং তাঁরা এতবার গিয়েছেন যে, সেখানের রাস্তা, অলিগলি বা দোকান সব চেনা। কিন্তু কোনওদিন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বলেও তিনি মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি সৌম্যদীপ ভট্টাচর্য বলেন, দার্জিলিং পুলিশ কখনও এমন বাদ বিচার করে না। দার্জিলিংয়ে বেড়াতে আসা প্রতিটি পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই ধরনের কোনও অভিযোগ তিনি পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *