রসিকা হত্যা মামলায় নড়া মোড়, শ্বশুরবাড়ির আবেদন খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

রসিকা হত্যা মামলায় নড়া মোড়, শ্বশুরবাড়ির আবেদন খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে

কলকাতা:  রসিকা জৈন হত্যা মামলার নয়া মোড়। শ্বশুর বাড়ির আবেদন খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ আদালতের নির্দেশ, দময়ন্তী সেনের নেতৃত্বে গঠিত  সিট-ই তদন্তের কাজ চালিয়ে যাবে।  রসিকা জৈন মৃত্যু মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা সরকার। দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন করে মামলার তদন্ত শুরু হয়৷ গ্রেফতার হন রসিকার স্বামী কুশল আগরওয়াল৷ 

আরও পড়ুন- অর্পিতার ফ্ল্যাটে যেতেন সৌগত? দিলীপের দাবি নস্যাৎ করে চ্যালেঞ্জ সাংসদের

আলিপুরের রাজা সন্তোষ স্কোয়ার রোডের নামজাদা ব্যবসায়ী পরিবারের মেয়ে রসিকা জৈনের সঙ্গে বিয়ে হয়েছিল আলিপুরেরই ডিএলখান রোডের ব্যবসায়ী পরিবারের ছেলে কুশল আগরওয়ালের৷ দুই পরিবারের পছন্দেই বিয়ে হয়েছিল তাঁদের৷ কিন্তু বিয়ের বছর ঘুরতেই আকস্মিক ভাবে মৃত্যু হয় রসিকার৷ ২০২১-এর ১৬ ফেব্রুয়ারি বাড়ির নিচ থেকে উদ্ধার হয় শিল্পপতি কুশল আগরওয়ালের স্ত্রী রসিকা আগরওয়াল জৈনের রক্তাক্ত দেহ৷ প্রাথমিক তদন্তে জানা যায় চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন রসিকা৷ কিন্তু, এই ঘটনায় রসিকার স্বামী ও শ্বশুরবাড়ির দিকে অভিযোগের আঙুল তোলে তাঁর পরিবার৷ 

অভিযোগ, রসিকাকে মানসিক ভাবে অত্যাচার করত আগরওয়াল পরিবারের সদস্যরা। বিয়ের পর থেকে নিয়মিত অত্যাচার করতেন স্বামী কুশল। তিনি মাদকাসক্ত ছিলেন৷ এই বিষয়টি জানতে পেরে গিয়েছিলেন রসিকা৷ এমনকী  ১০ থেকে ১৫ কোটি টাকা খরচ করে বিয়ে দেওয়ার পরেও কুশলের পরিবার বারবার পণের দাবি করত বলেও অভিযোগ।